ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
দেশের কোনো ব্যাংক বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা
প্রকাশ: Tuesday, 19 November, 2024, 1:34 PM

দেশের কোনো ব্যাংক বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা

দেশের কোনো ব্যাংক বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা

কিছু ব্যাংকের অবস্থা ভালো হচ্ছে, কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। কিন্তু কোনো ব্যাংক বন্ধ হবে না। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ সময় উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা বলেন, কিছু ব্যাংক দুরবস্থা কাটিয়ে ফিরে আসছে। ইসলামী ব্যাংক বড় ব্যাংক, এটা ভালোর দিকে যাচ্ছে, যদিও কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না।

বাজেট ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীদের বেতন–ভাতা আটকানো হবে না। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) কোনো কোনো প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের (অন্তর্বর্তী সরকার) সাফল্যের সূর্য উদিত হয়েছে; আমাদের অর্জন খুব একটা খারাপ নয়। আমরা ছাপ রেখে যাব। কিছু সংস্কার করে যাব। পরবর্তী সময়ে যাঁরা আসবেন, তাঁরা বুঝবেন, এখান থেকে রাস্তা তৈরি করতে হবে। কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহযোগিতার আশ্বাস দিয়েছে। এর আগে এমন আশ্বাস বা সহযোগিতার প্রতিশ্রুতি বাংলাদেশ পায়নি। এটা সরকারের অন্যতম সাফল্য।

মূল্যস্ফীতি নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এটা এক দিনে হয়নি। সরবরাহব্যবস্থা ঠিক রাখতে পেঁয়াজ, চাল, সয়াবিন তেল ইত্যাদিতে শুল্কহার কমানো হয়েছে। অবশ্যই আলু ও পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়েছে, যদিও তার অনেক কারণ আছে।

সালেহউদ্দিন আহমেদ মানুষের দৈনন্দিন জীবনের কষ্ট সম্পর্কে বলেন, ‘আমরা মানুষকে ধৈর্য ধরতে বলি; কিন্তু এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে ছোট একটা ব্যাগে সামান্য বাজার পাওয়া যায়, তা আমিও টের পাই। কারণ, আমিও বাজারে যাই; দুঃখ লাগে।’

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status