ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
এআই ফিচার নিয়ে নজর কাড়ল ভিভো ভি৪০ লাইট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 November, 2024, 5:07 PM

এআই ফিচার নিয়ে নজর কাড়ল ভিভো ভি৪০ লাইট

এআই ফিচার নিয়ে নজর কাড়ল ভিভো ভি৪০ লাইট

চলছে ভিভোর ভি সিরিজের এ বছরের শেষ স্মার্টফোন ভিভো ভি৪০ লাইটের ফার্স্ট সেল পর্ব। আল্ট্রা স্টাইলিশ ডিজাইন, ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ ও এআই ক্যামেরা ফিচার নিয়ে ইতোমধ্যেই সাড়া ফেলেছে নতুন এ ডিভাইসটি। সবচেয়ে বেশি নজড় কেড়েছে টাইটানিয়াম সিলভার কালারের ভিভো ভি৪০ লাইট। পাশাপাশি এমারেল্ড গ্রিন নামের আরেকটি কালারে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। এতে রয়েছে অরা লাইট পোর্ট্রেট ও এআই ফিচার সমৃদ্ধ ক্যামেরা। 

স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫, যার আন-তু-তু টেস্ট স্কোর ৩,৭০,০০০ এর বেশি। ড্রপ টেস্ট স্কোর ৩২ হাজার হওয়ায় হাত থেকে পড়ে গেলেও বেশ নিশ্চিন্তে থাকা যাবে। পাশাপাশি ভলিউম বাটনটি প্রেস টেস্ট স্কোর দেড় লাখ, পাওয়ার বাটন প্রেস টেস্ট স্কোর পাঁচ লাখ। এমনকি এক্সট্রিম এনভায়রনমেন্ট টেস্টেও ভালো পারফরমেন্স করেছে ভিভো ভি৪০ লাইট। 

উন্নত সাউন্ড কোয়ালিটি নিশ্চিত করতে স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল অডিও স্পিকারের সঙ্গে ৩০০ শতাংশ অডিও বুস্টার। পাওয়া যাচ্ছে দুটি ভ্যারিয়েন্টে: ৮ জিবি র‍্যাম + ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ২৮,৯৯৯ টাকা, এবং ৮ জিবি র‍্যাম + ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩১,৯৯৯ টাকা।

হাই-টেক লুক ও স্লিম ডিজাইনের ডিভাইসটিতে আছে মেটালিক হাই-গ্লস ফ্রেম ও স্মুদ ফিনিশ। ৮০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি মাত্র ৩০ মিনিটে ৮০ শতাংশ পাওয়ার-আপ করবে ডিভাইসটির ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারিকে। রয়েছে ৪ বছরের ব্যাটারি হেলথের নিশ্চয়তা। 

ভিভো ভি৪০ লাইটের ফ্রন্টে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আর পেছনে আছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা। এর আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রযুক্তি ধুলো ও পানি থেকে ডিভাইসকে রাখে সুরক্ষিত।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status