মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: কখন জানা যাবে বিজয়ীর নাম
নতুন সময় ডেস্ক
|
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ কাল মঙ্গলবার।তবে হাড্ডাহাড্ডি লড়াই হলে, বিজয়ী কে তা জানতে কয়েকদিন লেগে যেতে পারে। সকল পূর্বাভাস অনুযায়ী এখন পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়েরই ইঙ্গিত মিলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাতীয় ও সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে লড়াই জোরাল হবে। কয়েকটি এলাকায় ব্যবধান খুবই কম হতে পারে। ফলে পুনরায় ভোট গণনারও প্রয়োজন পড়তে পারে। আর যদি ভোটের ব্যবধান খুব কম হয় বা কোনো প্রার্থী নির্বাচনী জালিয়াতির অভিযোগ করেন, তবে ফল ঘোষণায় আরও বেশি সময় লাগতে পারে। ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী জালিয়াতির অভিযোগ তোলার কারণে কিছু রাজ্যের ফল চূড়ান্ত হতে সময় লেগেছিল। সে বছরের মতো এই রাজ্যগুলোতে ভোটগণনা ও ফল ধীরগতির হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত এই রাজ্যগুলোই ফল নির্ধারণে চূড়ান্ত ভূমিকা রাখে। অন্যদিকে মিশিগানের মতো কিছু এলাকায় ভোটগ্রহণ এবার আগের চেয়ে দ্রুতগতির হবে। কারণ গতবার করোনা মহামারির কারণে ভোটগ্রহণ ধীরগতির ছিল। ২০২০ সালে ৩ নভেম্বর মঙ্গলবার ভোটগ্রহণ শুরু হয়। আর বাইডেনকে জয়ী ঘোষণা করা হয় ৭ নভেম্বর শনিবার। সেবছরের নির্বাচনের মতো এবারও আগাম ভোট ও ডাকযোগে ভোটের কারণে ফল ঘোষণায় বিলম্ব হতে পারে। ডাকযোগে দেয়া ভোটের গণনা কয়েকদিন ধরে চলে এবং অনেক রাজ্যে আইন অনুযায়ী ভোট গ্রহণ শেষের পরে পৌঁছানো ডাকভোটও গণনা করা হয়। সেবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার তীব্রতার কারণে ২০২০ সালের মতোই বিলম্বিত ফলাফলের সম্ভাবনা রয়েছে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |