ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
তৃতীয় স্বামীর পরিচয় জানালেন সুজানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 October, 2024, 12:31 PM

তৃতীয় স্বামীর পরিচয় জানালেন সুজানা

তৃতীয় স্বামীর পরিচয় জানালেন সুজানা

গত ২৮ অক্টোবর হঠাৎ তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনেন শোবিজের একসময়ের ব্যস্ততম মডেল-অভিনেত্রী সুজানা জাফর। যদিও পর্দা থেকে এখন দূরেই রয়েছেন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টের মাধ্যমে বিয়ের খবর জানালেও দিনক্ষণ কিংবা স্বামীর নাম-পরিচয়ও উল্লেখ করেননি অভিনেত্রী। অবশেষে তৃতীয় স্বামীর পরিচয় জানালেন সুজানা।

সুজানার স্বামীর নাম সৈয়দ হক। পেশায় তিনি একজন দুবাইয়ের ব্যবসায়ী। বেশ অনেক দিন হলো ধর্মে-কর্মে মন দিয়ে মিডিয়া থেকে বিদায় নিয়েছেন সুজানা। এমনকি অভিনয়ে আর ফেরার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছিলেন অভিনেত্রী। বর্তমানে তার বেশির ভাগ সময় কাটে দুবাইয়ে। সেখানে ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

গণমাধ্যমে স্বামী সম্পর্কে সুজানা বলেন, গত ২২ আগস্ট দুবাইয়ে পারিবারিক সম্মতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আমার স্বামীও দুবাই থাকেন, পেশায় একজন ব্যবসায়ী তিনি।

অভিনেত্রী আরও বলেন, গত সাত বছর ধরে স্বামী সৈয়দ হকের সঙ্গে আমার পরিচয়। আগস্টে যখন আমাদের বিয়ে হয়, তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ভালো ছিল না। তাই বিয়ের খবরটি তখন জানানোর মতো অবস্থা ছিল না। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার, তাই আমাদের দুই পরিবার অবগত।

তিনি বলেন, আমার ইচ্ছা ছিল হানিমুনে না গিয়ে স্বামীর সঙ্গে হজ পালন করবো। সে ইচ্ছাও ইতোমধ্যে আল্লাহ তাআলা পূরণ করেছেন। বিয়ের দুই দিন পর আমরা দুজনে ওমরাহ পালন করেছি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন, আমি বাকিটা জীবন এভাবে পার করতে চাই।

প্রসঙ্গত, ২০০৬ সালে রাজধানীর একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। এরপর তিন বছর প্রেমের পর ২০১৪ সালের ১ আগস্ট ঘরোয়া আয়োজনে গায়ক হৃদয় খানের সঙ্গে ঘর বাঁধে অভিনেত্রী। তবে বিয়ের সাত মাসের মাথায় তাদরে সংসারে বেজে ওঠে বিচ্ছেদের সুর। অবশেষে দাম্পত্য জীবনের ইতি টানেন সুজানা-হৃদয়।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status