স্মার্ট হোম সিকিউরিটি ব্র্যান্ড ইজবিজ ডিপিপি ইভেন্ট অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
|
'ইজবিজ ইজ দ্যা রেভ্যুলেশন' এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হল স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরা ব্র্যান্ড ইজবিজ ডিপিপি ইভেন্ট ২০২৪। রবিবার ২৭ অক্টোবর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলার ডিপিপিদের সোজন্যে এ অনাড়ম্বর ইভেন্ট আয়োজিত হয়। অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত ডিপিপি পার্টনাররা ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার অ্যারন জেং, সাউথ এশিয়ার রিজিওনাল ম্যানেজার অ্যারন লি, ইজবিজ বাংলাদেশের ন্যাশনাল ডিট্রিবিউটর এক্সেল টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গৌতম সাহা, সিওও, মাসুদ হোসাইন এবং প্রডোক্ট ম্যানেজার রাজু আহমেদ। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন ও জেনারেল ম্যানেজার মাহবুবুর রহমান। এদিন ইজবিজের সারাদেশের টপ পারফর্মারদের মধ্যে বিশটি (২০) প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন গৌতম সাহা, জাফর আহমেদ ও মুজাহিদ আল বেরুনী সুজন। অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত ডিপিপিদের মধ্যে ইজবিজ নিয়ে নিজের মন্তব্য এবং মতামত উপস্থাপন করেন বায়োভাস টেক এইডের স্বত্তাধিকারী মামুন শিকারী। সাউথ এশিয়ার রিজিওনাল ম্যানেজার অ্যারন লি আগত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সকলে মিলে আমরা একটি পরিবার। আপনাদের সহযোগিতায় ইজবিজ নম্বর ওয়ানে পোঁছেছে। তিনি আরও বলেন, ইজবিজ শুধু ঢাকাতে নয় বরং সারাদেশেই ছড়িয়ে গেছে। বলেন, ইজবিজের যুগান্তকারী পরিবতনের পেছনে নিরাপত্তা ফিচার ছাড়াও রয়েছে উদ্ভাবনি ফিচার। প্রতিটি বাড়ি, ব্যবসা প্রতিস্টহানে সহজ, নির্ভরযোগ্য এবং নিরাপত্তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এসময় অ্যারন লি অত্যাধুনিক, উচ্চ রেজোলিউশন ক্যামেরা ছাড়াও অলওয়েজ-অন-ভিডিও প্রযুক্তি ও উন্নত মোশন ডিটেকশন এবং নাইট ভিশন প্রযুক্তির ৩ মেগাপিক্সেল হাই ডেফিনিশন ক্যামেরার ব্যাপারে উল্লেখ করেন। এসময় অ্যারন নতুন পণ্য ও আগামী বছরের পরিকল্পনা নিয়েও কথা বলেন। মিউজিক্যাল পারফরমেন্স ও র্যাফেল ড্র এর মাধ্যমে অনাড়ম্বর এ অনুষ্ঠানের পর্দা নামে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |