ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
কী ভাবে ধরে ফেলবেন প্রেমিকার মিথ্যে? রইল টিপস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 October, 2024, 3:13 PM

কী ভাবে ধরে ফেলবেন প্রেমিকার মিথ্যে? রইল টিপস

কী ভাবে ধরে ফেলবেন প্রেমিকার মিথ্যে? রইল টিপস

আপনি কি প্রেমিকার মিথ্যে ধরে ফেলতে পারেন না? সেক্ষেত্রে এই নিবন্ধটি ঝটপট পড়ে নিন। তার পর প্রেমিকার মধ্যে যদি এমন কোনও সংকেত দেখেন, তাহলে তৎক্ষণাৎ সতর্ক হয়ে যান।

প্রয়োজনে এক আধটা মিথ্যে সকলেই বলে থাকেন। তাতে মহাভারত অশুদ্ধ হয় না। তবে অনেক মহিলা আবার চোখেমুখে মিথ্যে কথা বলেন। কোনও কারণ ছাড়াই এই ধরনের আচরণ করেন। বিশেষত, বয়ফ্রেন্ডকে তাঁরা মিথ্যে কথায় ভরিয়ে দেন।

আর ভাগ্যক্রমে এমন কোনও মহিলার সঙ্গে মন দেওয়া নেওয়া হয়ে গেলে বিপদে পড়েন পুরুষেরা। তাঁরা বুঝতে পারেন না প্রেমিকার মিথ্যে কথা ধরবেন কী ভাবে। আর সেই সমস্যার সমাধান করার লক্ষ্য নিয়েই এই প্রতিবেদনটির অবতারণা। তাই ঝটপট এই নিবন্ধটি পড়ে নিন। তারপর এই নিবন্ধে উল্লেখিত লক্ষণগুলি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টায় লেগে পড়ুন। তাহলেই দেখবেন খেলা ঘুরে যাবে।

চোখ নামিয়ে কথা বলা​
সাধারণত মিথ্যে কথা বলার সময় আমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব হয়। তাই সেই সময়টায় চোখে চোখ রাখা যায় না। আর এটা হলো মিথ্যের প্রথম লক্ষণ। তাই এ বার থেকে কথা বলার সময় প্রেমিকার চোখে চোখ রাখুন। কথা বলার সময় তিনি যদি চোখ নিচু করে নেন, তাহলে বুঝবেন ডালের মধ্যে সত্যিই কিছু কালো রয়েছে। তখন তাকে এই বিষয়টা নিয়ে অন্য কোনও প্রশ্ন করুন। তাহলেই দেখবেন পরিস্থিতি হাতে চলে আসবে।

কথা আটকে যেতে পারে​
মিথ্যে কথা বলা কোনও সহজ কাজ নয়। এই সময় আমাদের শরীরের নানান হরমোন একসঙ্গে সক্রিয় হয়ে ওঠে। তাই অনেকে মিথ্যে বলার সময় একটু আটকে আটকে যেতে পারেন। তাঁদের কথায় ফ্লো থাকে না। তাই এবার থেকে প্রেমিকার সঙ্গে কথা বলার সময় অবশ্যই এই বিষয়টা মাথায় রাখুন। তাঁকে এমন কিছু করতে দেখলেই সাবধান হয়ে যান। তার পর সেই মতো পরবর্তী পদক্ষেপ ঠিক করে নিন।

বেশি কথায় উত্তর নয়​
সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলাটা সবার কর্ম নয়। তাই তাঁরা মিথ্যে বলার সময় কম কথা বলেন। হ্যাঁ বা না বলেই নিজেদের কাজ সেরে নিতে চান। তাই এর পর থেকে কোনও কঠিন প্রশ্ন করার সময় প্রেমিকা যদি বিশদে তা নিয়ে না বলতে চান, ছোট ছোট করে উত্তর দেন, সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। নইলে যে আপনি সারাজীবন মিথ্যেই শুনে যাবেন। আপনার পিছনে চলতে থাকবে অন্য খেলা। তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখুন।

​গলার স্বর বদলে যাবে​
অনেকের মিথ্যে বলার সময় গলার স্বর বদলে যায়। অর্থাৎ তাঁরা তখন স্বাভাবিক স্বরে কথা বলতে পারেন না। আর এটাই হলো মিথ্যে চেনার অপর একটি সহজ উপায়। তাই স্বাভাবিক ভাবে কথা বলতে বলতে প্রেমিকা যদি গলার স্বর বদলে ফেলেন, সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। তখন একবার তাঁর কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। সেখানে একটু বেচাল বুঝলে নিন ব্যবস্থা। নইলে যে পরিস্থিতি হাতের বাইরে যেতে সময় লাগবে না।

​সমস্যা সমাধানে​
এই ধরনের সমস্যা নিয়ে সোজাসুজি কথা বলতে হবে। প্রেমিকাকে বুঝিয়ে বলুন যে আপনি তাঁর মিথ্যে ধরে ফেলছেন। তাই আপনাকে আর এই ধরনের কথা বলে লাভ নেই। বরং তিনি আপনাকে সত্যি বললেও আপনি রাগ করবেন না। আশা করছি, এই কাজটা করতে পারলেই আপনি অনায়াসে সমস্যার ফাঁদ এড়িয়ে যেতে পারবেন।

তবে উপরিউক্ত লক্ষণ দেখা মানেই যে কেউ মিথ্যে বলছেন, এমনটা নাও হতে পারে। তাই এই নিয়ে কথা বলার আগে প্রেমিকা যে মিথ্যে বলছেন, সেই বিষয়টা সম্পর্কে আগে ভাগে নিশ্চিত হতে হবে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status