ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
বাংলাদেশের ‘কমপ্লিট প্যাকেজ’ রিশাদ সুযোগ পেলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 September, 2024, 4:43 PM

বাংলাদেশের ‘কমপ্লিট প্যাকেজ’ রিশাদ সুযোগ পেলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে

বাংলাদেশের ‘কমপ্লিট প্যাকেজ’ রিশাদ সুযোগ পেলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে

তাঁর লেগ স্পিনটা বেশ কাজে আসে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট সে সাক্ষ্যই দেয়। ব্যাটিং-ফিল্ডিংয়েও ফেলনা নন! সব মিলিয়ে রিশাদ হোসেন যে দারুণ এক প্যাকেজ বাংলাদেশের জন্য, সেটা এতদিনে মোটামুটি স্বীকৃত। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটা নজরে এসেছে বিশ্ব ক্রিকেটেরও।

বিশ্বকাপে আলো ছড়ানো রিশাদ এবার সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশেও। আজ ২২ বছর বয়সী রিশাদকে দলে টানার ঘোষণা দিয়েছে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনস।

সাকিব আল হাসানের পর বিগ ব্যাশে সুযোগ পাওয়া দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার রিশাদ। সাকিব এর আগে বিগ ব্যাশে অ্যাডিলেইড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসে খেলেছিলেন।

বিগ ব্যাশের ছেলেদের ড্রাফটে এবার বাংলাদেশ থেকে নাম দিয়েছিলেন ৯ ক্রিকেটার। দিন চারেক আগে বিগ ব্যাশের ড্রাফটের জন্য নাম লেখানো ৪৩২ ক্রিকেটারের যে তালিকা দেওয়া হয়েছিল, তাতে দেখা যায়, বাংলাদেশ থেকে পেসার হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, স্পিনার রিশাদ ও তাইজুল ইসলাম, ব্যাটসম্যান জাকের আলী অনিক, রনি তালুকদার, তানজিদ হাসান তামিম ও শামীম হোসেন পাটওয়ারী, আর অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন নিজেদের তালিকাভুক্ত করেছিলেন। এঁদের মধ্যে এখন পর্যন্ত দল পেয়েছেন শুধু রিশাদ।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে রিশাদের পারফরম্যান্সই যে তাঁকে আলোচনায় এনেছে, তা বুঝে নেওয়াই যায়। যে দেশে লেগ স্পিনারের জোগান নেই বললেই চলে, সেই বাংলাদেশের একজন টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খানের সমান ও টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ ১৪ উইকেট পাচ্ছেন – চমকই বটে।

ব্যাট হাতে চার-ছক্কা মারতে পারেন, স্ট্রাইকরেটও ভালোই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৪০.৬৫, সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৪২.০৬। আবার ফিল্ডিংয়েও ক্ষীপ্র রিশাদ ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতা কাজে লাগিয়ে বাউন্ডারিতে ফিল্ডিংয়ের ক্ষেত্রে বড় ভরসা। সব মিলিয়ে এখন পর্যন্ত ছোট্ট ক্যারিয়ারে ৩ ওয়ানডে আর ২৪ টি-টোয়েন্টি দিয়েই বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে ‘কমপ্লিট প্যাকেজ’ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ২২ বছর বয়সী লেগ স্পিনার।  

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status