গাজীপুরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন
মো মাসুদ রানা, গাজীপুর
প্রকাশ: Sunday, 14 July, 2024, 6:42 PM
গাজীপুরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, গাজীপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর এর যৌথ আয়োজনে নাটমন্দির, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর-এ আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সালমা খাতুন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ এমদাদুল ইসলাম মিঠুন, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাজীপুর।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব কাজী শফিকুল আলম বিপিএম-বার, পুলিশ সুপার, গাজীপুর, আবু তোরাব মোঃ শামছুর রহমান বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) বিভাগ, জিএমপি,গাজীপুর; জনাব ডা. মাহমুদা আখতার, সিভিল সার্জন, গাজীপুর, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রউফ নয়ন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজীপুর; জনাব মুকুল কুমার মল্লিক, অধ্যক্ষ, ভাষা শহিদ কলেজ, গাজীপুর।
আলোচনা সভা শেষে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল থেকে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।