ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
সাতকানিয়ায় ছুরিকাঘাতে দিনমজুর খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 July, 2024, 3:17 PM

সাতকানিয়ায় ছুরিকাঘাতে দিনমজুর খুন

সাতকানিয়ায় ছুরিকাঘাতে দিনমজুর খুন

সাতকানিয়ায় জায়গা সংক্রান্ত বিরোধ ও মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে ছু- রিকাঘাতে এক দিনমজুর নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা আরেকজনও গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। এঘটনায় নিহত হয়, ইব্রাহিম খলিল নামে এক দিনমজুর। 

(১৩জুলাই)শনিবার রাত ৮টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় হোসনে আরা কলোনিতে এঘটনা ঘটে।

ঘটনায় নিহত ইব্রাহিম খলিল (৪০) বান্দরবান লামা উপজেলার কুমারি বাজার এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।

তিনি সাতকানিয়া কালিয়াইষ মৌলভীর দোকান এলাকায় একটি কলোনিতে থাকতেন। পেশায় তিনি দিনমজুরের কাজ করতেন। একই ঘটনায় গুরুতর আহত দেলোয়ার হোসেন (২২)। তিনি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ১ নম্বর ওয়ার্ড চাগাচর এলাকার মোহাম্মদ আমিরে ছেলে। এসময় হত্যায় জড়িত থাকায় হোসনে আরা ভুট্টো (৪৫)এবং তার দুই সন্তান মোহাম্মদ পারভেজ (৩৫) এবং মোহাম্মদ আকাশ(২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড এলাকার আবদুর রহমানের দুই ছেলে এবং স্ত্রী। 
স্থায়ীয়'রা জানান, হোসনে আরা দীর্ঘদিন সরকারি জায়গা দখল করে কলোনি নির্মাণ করে। সেখানে মাদক ব্যবসাসহ অপকর্ম করতো। থাকে পুলিশও কয়েকবার গ্রেফতার করেছিলেন। তারা আরও জানান, শনিবার রাতে ৮টার দিকে মাদক নিয়ে কোন সমস্যা হয়েছে। সেখান থেকে অনেক ঝগড়ার আওয়াজ শোনা যায়। কিন্তু পরে দেখি একজনকে ছুরিকাঘাত করে খুন করে। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একজনকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে এবং অন্য আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে। এঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে। এটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status