|
ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের
নতুন সময় ডেস্ক
|
![]() ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের নিহতরা হলো— নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী সাবিনা বেগম (২৮) ও তার কন্যা শিশু মাইমুনা (৩)। আহত অপর শিশু সিনহাকে (৪) নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হচ্ছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. শহিদুল্লাহ এ সব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদী বাজারে কেনাকাটা শেষে ৩ ও ৪ বছরের মেয়ে ও অপর এক শিশুকে নিয়ে নরসিংদী রেলস্টেশনে আসেন মা সাবিনা বেগম। শিশুদের ঘুরাঘুরি ও খেলা করার একপর্যায়ে রেলস্টেশন প্লাটফর্ম ছেড়ে রেললাইনের পাশে দুই শিশু সন্তানকে নিয়ে ছবি তুলছিলেন মা সাবিনা বেগম। এসময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের হর্ণের শব্দ শুনে দৌড় দেয় শিশু সন্তান সিনহা। তাকে বাঁচাতে কোলে থাকা শিশু সন্তান মাইমুনাকে নিয়ে এগিয়ে যান সাবিনা বেগম। এসময় ট্রেনের সঙ্গে ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় মা সাবিনা বেগম ও কোলে থাকা শিশু সন্তান মাইমুনা। গুরুতর আহত হয় অপর সন্তান সিনহা। স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
