টি-২০ বিশ্বকাপে ভারত ম্যাচের আগে দেরি করে মাঠে এসেছিলেন তাসকিন আহমেদ। বিসিবিও তার দেরির বিষয়টি স্বীকার করেছে। সংবাদ মাধ্যমে এসেছে, দেরির কারণ তাসকিনের ঘুম। সময় মতো ঘুম ভাঙেনি তার। যদিও সাকিব জানিয়েছেন, তাসকিনের দেরির ব্যাখ্যা দিতে গিয়ে বোর্ডের থেকে ওমনটা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের টি-২০ লিগ খেলতে দেশ ছাড়ার আগে সাকিব বলেন, ‘জানি না কী কারণে দলের খবর বাইরে এসেছে। হয়তো, তাসকিনের না খেলার ব্যাখ্যা দিতে গিয়ে হয়েছে। কারণ সে দলের সহ-অধিনায়ক। বলতে গেলে অটো চয়েজ। সে না খেললে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে। সেটার ব্যাখ্যা দিতে হবে। এখন সে কারণে বলেছে কি না, যে-ই বলেছে আমি তো সেটা বলতে পারব না।’
তাসকিন ভেন্যুতে দলের সঙ্গে যোগ দিতে বেশি দেরি করেননি বলেও উল্লেখ করেন সাকিব, ‘আসলে যা হয়েছিল, দলের বাস নির্দিষ্ট সময়ে ছাড়ে। আমরা যারা ক্রিকেটার, তাদের জন্য এটা একটা নিয়মই। বাস কখনও অপেক্ষা করে না। কেউ মিস করলে পরের গাড়ি কিংবা ম্যানেজারের গাড়ি বা ট্যাক্সি করে আসতে হয়। ওয়েস্ট ইন্ডিজে যোগাযোগও একটু কঠিন। তাসকিন সম্ভবত মাঠে পৌঁছেছিল টস হওয়ার ৫-১০ মিনিট আগে। খুবই কাছাকাছি সময়ে। ওই সময়ে ওকে দলে নেওয়া টিম ম্যানেজমেন্টের জন্য কঠিনই ছিল। এরকম পরিস্থিতিতে একজন ক্রিকেটার কোন অবস্থায় থাকে, তার জন্যও একটু কঠিন।’
তাসকিন বিষয়টি নিয়ে পুরো দলের কাছে ক্ষমা চায় এবং বিষয়টি ওখানেই শেষ হয় বলে জানিয়েছেন সাকিব। দলের সবাই এটা স্বাভাবিকভাবে নেয় ও ওখানে ওটা শেষ হয়ে যায় বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া বয়সভিত্তিক দলের উদাহরণ দিয়ে সাকিব জানান, কেউ পিছনে দৌড়ালেও বাস থামানো হয় না, ‘এই জিনিসগুলো (ঘুম থেকে তুলে আনা) ক্রিকেটে হয় না। ক্রিকেটের নিয়মে নেই। দল কখনও অপেক্ষা করে না। বয়সভিত্তিক ক্রিকেটে এখনও মনে আছে, ক্রিকেটার পেছনে দৌড়াচ্ছে কিন্তু বাসের দরজা লেগে গেছে তাই বাস চলে গেছে। বাস কখনও থামে না। একজনের জন্য পুরো দল থেমে থাকে না।’