বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা করছে: কাদের
নতুন সময় প্রতিনিধি
|
কোনো ইস্যু না পেয়ে বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৩ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও পাকিস্তানি কায়দায় ইস্যু না পেয়ে ভারত বিরোধিতা শুরু করেছে। জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করেছে। তারপরও বলে ভারত নির্বাচিত করেছে আমাদের। ভারত নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে সব সময় পাশে দাঁড়িয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ইফতারসামগ্রী বিতরণ করে, আর তারা (বিএনপি) পার্টি করে। তাদের সঙ্গে আমাদের এটাই পার্থক্য। দ্রব্যমূল্য নিয়ে সেতুমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট আছে। যদিও কিছু কিছু পণ্যের দাম কমছে, আরও কমবে। নতুন করে বিএনপির ওপর কোনো দমন-পীড়ন হচ্ছে না দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) দীর্ঘদিন ক্ষমতায় নেই তো, লুটেপুটে হাওয়া ভবন করার সুযোগ নেই। হাওয়া ভবন ছাড়া বিএনপি টিকবে না। তিনি আরও বলেন, এই দল ক্ষমতা কেন্দ্রিক দল, মানুষের দল না। জনগণের দল হচ্ছে আওয়ামী লীগ, ক্ষমতার দল বিএনপি। এটাই দুই দলের পার্থক্য। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া প্রমুখ।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |