মেসিকে ছাড়াও দুর্দান্ত আর্জেন্টিনা
নতুন সময় ডেস্ক
|
চোটের কারণে দলে ছিলেন না লিওনেল মেসি। দলের সেরা তারকাকে ছাড়াও জয় পেতে অবশ্য বেগ পোহাতে হয়নি আর্জেন্টিনাকে। প্রীতি ম্যাচে এল সালভাদরকে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে বাংলাদেশ সময় শনিবার সকালে এল সালভাদরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। একটি করে গোল করেন ক্রিস্তিয়ান রোমেরো, এনজো ফের্নান্দেস ও জিয়োভানি লো সেলসো। আনহেল দি মারিয়ার নেতৃত্বে পুরো ম্যাচে একক আধিপত্য চালায় আর্জেন্টিনা। ৮০ শতাংশ বলের দখল রেখে ২৪টি শটের ১৪টিই লক্ষ্যে রাখে লিওনেল স্কালোনির শিষ্যরা। বিপরীতে স্রেফ একটি শট লক্ষ্যে রাখতে পারে এল সালভাদর। ১৬তম মিনিটে দি মারিয়ার মাপা কর্নারে হেডে দলকে এগিয়ে নেন রোমেরো। বিরতির খানিক আগে এনজো ফার্নান্দেস খুব কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করেন। আর ম্যাচের ৫২তম মিনিটে দারুণ মিলত প্রচেষ্টায় আরও এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি বক্সে দারুণ পাস দেন লাওতারো মার্তিনেস। গোলরক্ষকে পরাস্ত করে ব্যবধান ৩-০ করে দেন লো সেলসো। বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ন’টায় ক্যালিফোর্নিয়ায় কোস্টা রিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। হ্যামস্ট্রিং চোটে ভোগা মেসি এই ম্যাচেও খেলতে পারবেন না।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |