ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
ট্রেনের ভাড়া নিয়ে সুখবর দিলেন রেলমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 17 March, 2024, 5:24 PM

ট্রেনের ভাড়া নিয়ে সুখবর দিলেন রেলমন্ত্রী

ট্রেনের ভাড়া নিয়ে সুখবর দিলেন রেলমন্ত্রী

ট্রেনের ভাড়া বৃদ্ধির বিষয়ে নানা আলোচনার মধ্যে রেলমন্ত্রী জিল্লুল হাকিম স্পষ্ট জানিয়েছেন এই মুহূর্তে ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে না।

রোববার (১৭ মার্চ) রেলমন্ত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন, ঈদের আগে কোনভাবেই রেলের ভাড়া বাড়বে না। এমনকি নিকট ভবিষ্যতেও রেলের ভাড়া বাড়ানো হচ্ছে না। গণমাধ্যমে ভাড়া বাড়ানোর বিষয়ে যেসব খবর প্রকাশিত হচ্ছে তা সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

ঈদের আগে আগামী পহেলা এপ্রিল থেকে রেলওয়ের ভাড়া বাড়ছে বলে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত হইচই চলছে। যে যার মতো করে মতামত প্রকাশ করছেন।

রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবেদনে রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলীকে উদ্বৃতি দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ট্রেনে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে ভাড়ার হার সমন্বয় করা হবে। দীর্ঘদিন রেলের ভাড়া বাড়ানো হয়নি। জ্বালানিসহ অন্যান্য যন্ত্রাংশের দাম বৃদ্ধির ফলে রেলের পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। আয় বাড়ানোর লক্ষ্যে এখন যে ছাড় দেওয়া হচ্ছে, তা আর না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে জিল্লুল হাকিম বলেন, তিনি (ভারপ্রাপ্ত মহাপরিচালক) কী সিদ্ধান্ত দেওয়ার মালিক না কী? আমি বলছি, এখন ভাড়া বাড়বে না। কখনও বাড়ার প্রয়োজন হলে আপনাদের (সাংবাদিকদের) সঙ্গে আলাপ করে পরিস্থিতি ব্যাখ্যা করে সাধারণ মানুষকে জানান দিয়ে তারপর আমরা চিন্তা করবো। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই।

রোববার মন্ত্রী নিজ জেলা রাজবাড়িতে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের অনেক দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ও ঘরের ব্যবস্থা করেছেন। তাই দেশকে এগিয়ে নিতে, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই মিলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপির দেশের উন্নয়ন পছন্দ না। তারা মিথ্যা কথা বলতে ভালোবাসে। বিএনপি জনগণের সাথে সব সময় প্রতারণা করে। জনগণও তাদের বিচার করেছে। এখন জনগণ বিএনপিকে ঘৃণা করে প্রত্যাখান করেছে।

মন্ত্রী আরও বলেন, রাজবাড়ীর মানুষ কোন দিন চিন্তাও করেনি ২ ঘণ্টা ২০ মিনিটে ঢাকার কমলাপুরে পৌঁছাতে পারবে। এখন পদ্মা সেতুর ওপর দিয়ে বাস্তবে সবাই যাচ্ছেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status