ঢাবি শিক্ষকদের বিশেষায়িত আবাসিক প্রকল্পের দায়িত্ব নিল প্রবাসী পল্লী গ্রুপ
নতুন সময় ডেস্ক
|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি বিশেষায়িত আবাসিক প্রকল্প প্রস্তুতির দায়িত্ব গ্রহণ করল প্রবাসী পল্লী গ্রুপ। গত ২১শে নভেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পূর্বাচল প্রবাসী পল্লীর সাথে শিক্ষক সমিতির একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএসএম মাকসুদ কামাল শুভেচ্ছা বক্তব্য রাখেন। শিক্ষক সমিতির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন শিক্ষক সমিতির প্রেসিডেন্ট প্রফেসর ড. এমডি. নিজামুল হক ভুইয়া এবং জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. জিনাত হুদা। পূর্বাচল প্রবাসী পল্লী-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুহিদুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অন্যান্য সদস্যগণ এবং প্রবাসী পল্লী গ্রুপের উর্ধতন কর্মকর্তাগণ এই মহতী উদ্যোগে অংশ গ্রহণ করেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |