ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
২ উইকেট নিয়ে উইমেন অব দ্য ম্যাচ মেহজাবীন, কাদের আউট করলেন অভিনেত্রী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 29 September, 2023, 1:41 AM

২ উইকেট নিয়ে উইমেন অব দ্য ম্যাচ মেহজাবীন, কাদের আউট করলেন অভিনেত্রী?

২ উইকেট নিয়ে উইমেন অব দ্য ম্যাচ মেহজাবীন, কাদের আউট করলেন অভিনেত্রী?

‘চরকি-সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৩’ শুরু হয়েছে আজ। বিভিন্ন দলের হয়ে মুখোমুখি হয়েছেন বিনোদনজগতের তারকারা। এর মধ্যে একটি ম্যাচে বোলিং করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বল হাতে নিয়েই বাজিমাত করেন মেহজাবীন। পরপর ২ বলে ২ উইকেট নিয়ে মেতে ওঠেন বুনো উল্লাসে।  

মেহজাবীন যখন বোলিংয়ে আসেন, তখন রায়হান রাফীর টিমের তানজিয়া মিথিলা ব্যাট করছিলেন। অভিনেত্রীর করা প্রথম বলের বিরুদ্ধে সজোরে ব্যাট চালান মিথিলা। কিন্তু বিধিবাম! টাইমিং ঠিকঠাক হলো না। শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে থাকা তৌসিফের দুর্দান্ত ক্যাচে আউট হয়ে যান মিথিলা। এরপর ব্যাট হাতে নামেন উপস্থাপিকা নীল হুরে জাহান। প্রথম বলেই ধরাশায়ী তিনি। আউট হয়ে ফিরে যান নীল। পরপর দুই বলে দুই উইকেট সংগ্রহে দলের অধিনায়ক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দলের সদস্যরা উল্লাসে ফেটে পড়েন, দুর্দান্তভাবে উদ্‌যাপন করতে দেখা যায় মেহজাবীনকে।

এই ইনিংসে ১৫ রানে রায়হান রাফীর টিমকে পরাজিত করে মেহজাবীনরা। খেলায় উইমেন অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন মেহজাবীন।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে ‘চরকি-সেলিব্রিটি ক্রিকেট লিগ’-এর প্রথম দিনের খেলা শুরু হয় দুপুর সাড়ে ১২টায়। দিনের দ্বিতীয় দল হিসেবে বেলা দুইটায় রায়হান রাফীর দলের বিপরীতে মাঠে নামে মেহজাবীনদের দল।

প্রথম দিনে মাঠে নেমেই পরপর ২ বলে ২ উইকেট পেয়ে খুশি মেহজাবীন। বাসায় ফিরে তিনি বলেন, ‘আমাদের দল প্রথমে ব্যাট করে। আমি তো ব্যাট করার সুযোগ পাইনি। মনে ভেবেছিলাম, বল করে যেন পুষিয়ে নিতে পারি। যেটি মাথায় রেখে খেলেছি, সেটাই হয়েছে। নিজের কাছে খুব ভালো লাগছে।’

মেহজাবীন আরও বলেন, ‘প্রথম খেলায় আমরা জিততে পেরেছি। টিম স্পিডটা ভালোই আছে। সামনে আরও প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। নিজেদের আরও উন্নতি করতে হবে।’

মেহজাবীন মনে করেন, এই খেলা নিয়ে এত কিছু সিরিয়াস হওয়ারও কিছু নেই। তিনি বলেন, ‘যদিও পুরোপুরি লিগের মতো করেই খেলাটি হচ্ছে। তারপরও এই খেলা থেকে আমরা একধরনের বিনোদন পাচ্ছি। তা ছাড়া সামনে বিশ্বকাপ ক্রিকেট খেলা। 

বাংলাদেশ দলকে উৎসাহিত করতে পারে এই “চরকি-সেলিব্রিটি ক্রিকেট লিগ”। আমরা সবাই বাংলাদেশের টিমকে উৎসাহ দিয়ে এগিয়ে নিতে চাই।’

এই লিগের ফাইনাল হবে ৩০ সেপ্টেম্বর। চূড়ান্ত পর্বে নিজেদের দেখার প্রত্যাশা নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘খেলতে যেহেতু নেমেছি, চূড়ান্ত পর্বে ওঠার  লক্ষ্যে, প্রত্যাশা নিয়েই খেলছি। মাত্র একটা খেলা হলো আমাদের দলের। সামনে আরও ভালো ভালো দলের সঙ্গে আমাদের খেলা পড়বে। সব বাধা পেরিয়ে আমরা নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট।’

মাঠে খেলতে নামার আগে টিমের সঙ্গে প্রায় তিন-চার দিন ধরে অনুশীলন করেছেন মেহজাবীন। বলেন, ‘আমরা যারা সেলিব্রিটি ক্রিকেট খেলছি, কেউই ওইভাবে ক্রিকেটের সঙ্গে জড়িত নই। অন্য মাধ্যমের শিল্পী-কলাকুশলী। এই খেলা খেলতে একটা অনুশীলনের ব্যাপার আছে। আমি দলের সঙ্গে বেশ কয়েক দিন অনুশীলন করেছি। তারপরও হুট করে অনুশীলন করতে এসে, অনেকেই অসুস্থ হয়েছেন। আমরা তো অভ্যস্ত নই। অনুশীলন করতে গিয়ে পুরো শরীর ব্যথা হয়ে যায়।’
মেহজাবীন জানালেন, আগামীকাল সকাল আহমেদ ও দীপংকর দীপনের দলের বিরুদ্ধে তাঁদের দল মাঠে নামবে।

‘চরকি-সেলিব্রেটি ক্রিকেট লিগ’-এ মোট আটটি দল খেলছে। দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহিন, চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, দীপংকর দীপন, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status