সান্ত্বনার পরিচয় খুঁজছে পুলিশ
নতুন সময় ডেস্ক
|
বয়স আনুমানিক পাঁচ বছর। ফুটফুটে শিশুটির নাম সান্ত্বনা। তবে তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কারও। নিজ নাম ও বাবা-মা, ভাইয়ের নাম বলতে পারলেও বাড়ির ঠিকানা তার অজানা। বাবা-মার কাছে যাওয়ার আকুতিতে কিছুতেই থামছে না তার কান্না। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ ত্রিশালের রায়মনি চেলেরঘাট এলাকা থেকে স্বজনহারা শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির পরিচয় শনাক্ত করতে ফেসবুকে দেওয়া হয়েছে পোস্ট। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে মঠবাড়ী ইউনিয়নের রায়মনি চেলেরঘাট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে কাঁদছিল পাঁচ বছর বয়সী এক শিশু। স্থানীয়রা তার নাম-পরিচয় জিজ্ঞেস করলে ‘সান্ত্বনা’ নামের মেয়েটি তার বাবার নাম কাসেম, মায়ের নাম মিনারা ও ভাইয়ের নাম সুজন এবং তার বাবা রিকশাচালক শুধু এতটুকু বলতে পারে। গ্রাম বা বাড়ির ঠিকানা বলতে পারেনি সে। পরে স্থানীয়রা ত্রিশাল থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার পরিচয় জানতে, সন্ধ্যা ৬টার দিকে শিশুটির কাছ থেকে পাওয়া তথ্যসহ ফেসবুকে ‘ত্রিশাল থানার’ আইডিতে একটি পোস্ট দেওয়া হয়েছে। থানায় গিয়ে দেখা যায়, ওসি মাইন উদ্দিনের পাশে বসে আছে ‘সান্ত্বনা’। তার বাবা-মাকে খুঁজে বের করার আশ্বাস দিচ্ছিলেন তিনি। কোনো কথায় কাজ হচ্ছে না। তার চোখ দুটি জলে ছলছল করছিল। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, শিশুটি তাদের হেফাজতে রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |