ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
করোনার যে ভয়াবহ অভিজ্ঞতা জানালেন শাবনুর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 13 January, 2022, 1:26 PM
সর্বশেষ আপডেট: Thursday, 13 January, 2022, 7:24 PM

করোনার যে ভয়াবহ অভিজ্ঞতা জানালেন শাবনুর

করোনার যে ভয়াবহ অভিজ্ঞতা জানালেন শাবনুর

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রায় দুই সপ্তাহ পর এই ভাইরাস থেকে মুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তিনি এবং তার ছেলে আইজান নেহান এখন কোভিড নেগেটিভ। অস্ট্রেলিয়া থেকে ফেসবুকে এক ভিডিওবার্তায় করোনা থেকে মুক্ত হওয়ার খবর জানান শাবনূর। একই সঙ্গে তার জন্য যারা দোয়া করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জানা যায়, দুই দিন আগে করোনামুক্ত হয়েছেন নন্দিত এই অভিনেত্রী। বর্তমানে তিনি ও তার ছেলে পুরোপুরি সুস্থ। এ নিয়ে ‘আনন্দ অশ্রু’খ্যাত অভিনেত্রী বলেন, ‘আমি আসলে ঘাবড়েও গিয়েছিলাম। যেভাবে কাশি হচ্ছিল আর জ্বর ওঠানামা করছিল। বলতে পারি, আল্লাহ নতুন এক জীবন দিয়েছেন। শত্রুরও যেন এই রোগটা না হয়, এই কামনা করছি। ’

গত ২৯ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে ভর্তি হন শাবনূর। তিনি আক্রান্ত হওয়ার একদিন পর তার ছেলে আইজান নেহানের কোভিড রেজাল্টও পজিটিভ এসেছে। তবে সে বাসায় আইসোলেশনে ছিল। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ ছবিটি শাবনূর অভিনীত সর্বশেষ কাজ। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় এ নায়িকাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status