আম দিয়েই তৈরি করুন সুস্বাদু আইসক্রিম
নতুন সময় ডেস্ক
|
আম দিয়েই তৈরি করুন সুস্বাদু আইসক্রিম উপকরণ : আমের ফালি- ১ কাপদুধ (ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া)- ১ গ্লাস ক্রিম- ১ কাপ গুঁড়া দুধ- ১ কাপ চিনি- ১ কাপ। প্রণালি : সব উপকরণ একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি স্মুথ হয়ে আসলে একটি বাটিতে করে ফ্রিজে রেখে দিন। আইসক্রিম তৈরি হয়ে গেলে স্কুপার দিয়ে উঠিয়ে পরিবেশন করুন। আম বেশি মিষ্টি হয়ে থাকলে চিনির পরিমাণ কমিয়ে দিতে পারেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |