|
তাড়াশে ১৫ টি কেউটে সাপ পিটিয়ে মেরে ফেললো গ্রামবাসী
নতুন সময় প্রতিনিধি
|
![]() তাড়াশে ১৫ টি কেউটে সাপ পিটিয়ে মেরে ফেললো গ্রামবাসী প্রত্যক্ষদর্শীরা জানান, লাউতা গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ হোসেনের বাড়ির মধ্যে এক গর্তের ভিতর থেকে প্রথমে একটি কেউটে সাব বের হয়। বিকেল আনুমানিক ৪ টার দিকে ওই সাব বের হলে আব্দুল লতিফ হোসেন দেখতে পান কেউটে সাপ কিলবিল করছে। এরপর স্থানীয় লোকজন কে ডেকে নিয়ে আসলে তারা ১৫ টি কালো কেউটে সাপ পিটিয়ে মেরে ফেলেন। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো: কামরুল ইসলাম বলেন, যে কোনো বন্যপ্রাণী হত্যা আইনে নিষিদ্ধ। সাপগুলো জীবিত থাকলে আমরা উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দিতাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
