জেলার শীর্ষ ব্যবসায়ী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শেষে আব্দুল ওয়াহেদ সমর্থীত সম্মিলিত ব্যাবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরামের পূর্ণ প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে শহরের পুরাতন বাজারস্থ চেম্বার ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে কার্যক্রম চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে ৭৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়াহেদ। নির্বাচনে এ প্যানেলে ১৩ পরিচালক ও ৫ সহযোগী প্রার্থীসহ ১৮জনের মধ্যে জাহাঙ্গীর বাদে সকলেই বিজয়ী হয়েছেন। এছারা অপর প্যানেলে একমাত্র পরিচালক হিসেবে বিজয়ী হয়েছেন রাইহানুল ইসলাম লুনা।
নির্বাচনে ২টি প্যানেলে ২৬জন ও সহযোগী ১০জন-সহ মোট ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে ছিলো ১৩সদস্যের পরিচালক ও সহযোগী ৫জন-সহ ১৮জনের একটি চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সমর্থীত প্যানেল অপরটি হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল। জানা যায় সাকালে সামান্ন বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। চেম্বারের সদস্য মহিলা ও পুরুষ ভোটাররা স্বতস্ফুর্থভাবে দি-বার্ষিক এ নির্বাচনে নির্বিঘ্নে নির্দিধায় ভোট প্রদানের মাধ্যমে বেছে নেন তাদের পছন্দের প্রার্থী।
বিজয়ীরা হলেন ওয়াহেদ প্যানেলের সভাপতি আব্দুল ওয়াহেদ, পরিচালক খাইরুল ইসলাম, আখতারুল ইসলাম রিমন, মফিজ উদ্দিন, আব্দুল আওয়াল, সৈবুর রহমান, দেলোয়ার হোসেন, নূর আমিন, আরিফ উদ্দিন, নাজিবুর রহমান, আব্দুল বারেক, মনিরুল ইসলাম ও অপর প্যানেলের একমাত্র পরিচালক লুনা। সহযোগী ৫জন সকলেই ওয়াহেদ প্যানেলের নির্বাচিত হয়েছেন। তারা হলেন শুকুর আলী, বাহারাম আলী, উজায়ের হোসেন, এম কুরাইশি মিল্লু ও শহিদুল ইসলাম।
জেলা চেম্বারের মোট ভোটার সদস্য ১৪৫৪ জন। এর মধ্যে সাধারণ ১২৭৬ জন এবং সহযোগি ১৭৮ জন ভোটার। নির্বাচনে জেলার জিপি, পিপি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিশিষ্ট আইনজীবীগণ ভোট পর্যবেক্ষন ও ভোট গ্রহণ কার্যক্রমের দায়িত্ব পালন করেন। ভোট কেন্দ্রে নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ ও সিসি ক্যামেরা ছিলো বেশ লক্ষণীয়। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন ও গণনা শেষে রাত সারে ১০টায় ফলাফল ঘোষণা করেন জেলা চেম্বারের ভোট গ্রহন নির্বাচন কমিশন আইনজীবী সোলায়মান বিশু।
এসময় তিনি আব্দুল ওয়াহেদ সমর্থিত পূর্ণ প্যানেল ও অপর প্যানেলের লুনা ট্রেডার্সের লুনা এবং ওয়াহেদ প্যানেলের ৫ সহযোগীকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নির্বাচিত বলে ঘোষণা করেন।