ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজন আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 November, 2024, 6:10 PM

বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজন আটক

বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজন আটক

নাটোরের বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে বুধবার বিকেলে বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম উপজেলার নগর ইউনিয়ন ভূমি অফিস থেকে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তাদের কাছে ৭১ বাংলা টিভি, দৈনিক বাংলাদেশ সমাচার ও নাগরিক ভাবনাসহ মোট ১৫টি পরিচয় পত্র পাওয়া গেছে। 

জেলহাজতে পাঠানো কথিত সাংবাদিকরা হলেন- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাশেরবাদা গ্রামের পান্না প্রামাণিকের ছেলে বাঁধন হোসেন (২৮), ঈশ্বরদী গ্রামের ফজলুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৯) ও চরকদিমপাড়া গ্রামের নূর সালামের ছেলে আনছারুল ইসলাম (২২)।
উপজেলা ভূমি অফিস সুত্রে জানা যায়, কিছুদিন যাবৎ এই তিনজন ব্যাক্তি ঈশ্বরদী থেকে এসে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে চাঁদাবাজী করে আসছিলেন। বুধবার বিকালেও তারা নগর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে বিভিন্ন কথার এক ফাঁকে চাঁদা দাবি করেন। এ সময় অফিসে কর্মরতরা তাদেরকে টাকা দেয়ার আশ্বাস দিয়ে বসিয়ে রেখে কৌশলে সহকারী কমিশনার (ভূমি) মো.আশরাফুল ইসলামকে মোবাইলে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযোগে সত্যতা পান। পরে তিনি তাদেরকে সেখান থেকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের হাতে সোপর্দ করেন।
বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে আটক তিন চাঁদাবাজকে বুধবার রাত সাড়ে সাতটার দিকে থানায় সোপর্দ করা হয়। পরে বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status