ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
নিউজিল্যান্ডের আকাশে ‘ভিনগ্রহী মেঘের’ রহস্য কী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 15 November, 2024, 1:24 PM

নিউজিল্যান্ডের আকাশে ‘ভিনগ্রহী মেঘের’ রহস্য কী?

নিউজিল্যান্ডের আকাশে ‘ভিনগ্রহী মেঘের’ রহস্য কী?

মেঘটি দেখতে উত্তল লেন্সের মতো, যা বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে গঠিত হয়। সাধারণত কোনো পর্বতমালার ওপর দিয়ে বায়ু প্রবাহের সময় এটি দেখা যায়।




চলচ্চিত্রকাররা নিউ জিল্যান্ডকে ভালোবাসেন। এর প্রাকৃতিক দৃশ্য যেন কোনো ভিনগ্রহের কথা মনে করিয়ে দেয়। এমনকি ‘লর্ড অফ দ্য রিংস’ সিরিজের সকল সিনেমার দৃশ্য এখানেই ধারণ করেছিলেন নির্মাতা পিটার জ্যাকসন।

দীর্ঘ বালুকাময় সমুদ্র সৈকত থেকে সক্রিয় আগ্নেয়গিরি, সবই আছে দেশটিতে।

নিউ জিল্যান্ডের এমন ভিনগ্রহী বৈশিষ্ট্য এর বায়ুমণ্ডল পর্যন্তও বিস্তৃত, যেখানে পরিস্থিতি অনুকূলে থাকলে ‘তাইরি পেট’ নামের পরিচিত বিশেষ একটি মেঘের দেখা মেলে।


মেঘটি দেখতে উত্তল লেন্সের মতো, যা বিশেষ পরিস্থিতিতে দেখা যায়। এগুলো বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে গঠিত হয়, যা সাধারণত কোনো পর্বতমালার ওপর দিয়ে বায়ু প্রবাহের সময় দেখা যায়।

এ মেঘ তিন ধরনের হয়ে থাকে: যার একটি হচ্ছে ‘অল্টোকিউমুলাস স্ট্যান্ডিং লেন্টিকুলার (এসিএসএল)’। বাকি দুটি হল ‘স্ট্র্যাটোকিউমুলাস স্ট্যান্ডিং লেন্টিকুলার (এসসিএসএল)’ এবং ‘সার্কোমুলাস স্ট্যান্ডিং লেন্টিকুলার (সিসিএসএল)’। আর প্রতিটি ধরনই গঠিত হয় ভিন্ন ভিন্ন উচ্চতায়।




বাতাস যখন পর্বতের ওপর দিয়ে প্রবাহিত হয়, তাতে পর্বতের অন্য পাশে একটি নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়। এ অবস্থায় বায়ু প্রবাহের সঙ্গে সঙ্গে এক ধরনের তরঙ্গ সৃষ্টি হয়। আর পরিস্থিতি অনুকূলে থাকলে সেইসব তরঙ্গ দৃশ্যমান হয়ে ওঠে, যেখানে ভূমিকা রাখে বায়ুর আর্দ্রতা ঘনীভূত হওয়ার ঘটনাটি।

তিয়েরি পেট শ্রেণির মেঘ নিউ জিল্যান্ডের সাউথ আইল্যান্ডে অবস্থিত ওটাগো অঞ্চলের ‘রক অ্যান্ড পিলার’ পর্বতমালার ওপর গঠিত হয়।


মিডলমার্চ শহরের কাছাকাছি এমন মেঘ দেখা খুবই সাধারণ বিষয়। ১৮৯০’র দশকে প্রকাশিত সংবাদপত্রগুলোতেও এর কথা উঠে এসেছিল। এমনকি স্থানীয়দের কেউ কেউ তাইরি পেটের উপস্থিতিকে ঝড়ের সম্ভাব্য সংকেত হিসেবেও বিবেচনা করে থাকেন বলে উঠে এসেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজের প্রতিবেদনে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status