ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
হত্যার হুমকি দিয়ে নতুন প্রস্তাব দেয়া হলো সালমান খানকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 November, 2024, 5:16 PM

হত্যার হুমকি দিয়ে নতুন প্রস্তাব দেয়া হলো সালমান খানকে

হত্যার হুমকি দিয়ে নতুন প্রস্তাব দেয়া হলো সালমান খানকে

বলিউড তারকা সালমান খান সিনেমার মানুষ হলেও তাকেই টার্গেট করে নিয়েছে দুর্বৃত্তরা। মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার খুনের হুমকি দেয়া হলো তাকে। গত ১২ অক্টোবর ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে খুনের পর এরইমধ্যে কয়েকবার হুমকি দেয়া হলো ভাইজানকে।


গত ৩০ অক্টোবর খবর আসে, মুম্বাই পুলিশের কাছে সালমান খানকে হত্যার জন্য অজ্ঞাত নম্বর থেকে মেসেজ এসেছে। সেই শঙ্কার রেশ কাটিয়ে উঠার আগে মাত্র এক সপ্তাহের মধ্যেই ফের হুমকি দেয়া হলো বলি তারকাকে।


ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সোমবার (৪ নভেম্বর) রাতে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে গ্যাংস্টার লরেন্স বিষ্ণাইয়ের ভাই আনমোলের পরিচয়ে হোয়াটসঅ্যাপে হুমকি দেয়া হয়েছে। সেখানেই সালমান খানকে হত্যার কথা জানিয়েছে গ্যাংস্টার। হুমকিতে বলা হয়েছে, ‘বেঁচে থাকতে চাইলে পাঁচ কোটি দিতে হবে অথবা আমাদের (বিষ্ণোইদের) মন্দিরে এসে তাকে ক্ষমা চাইতে হবে।’

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম উঠে আসার পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংস্টারের টার্গেট হয়েছেন বলিউড ভাইজান। এর মধ্যে গত ১২ অক্টোবর বাবা সিদ্দিকে খুনের পর আতঙ্ক বাড়ে। ধর্মীয় উৎসব দশেরার দিন পূর্ব বান্দ্রায় বাজি ফাটাচ্ছিলেন এনসিপি নেতা। তখনই তার ওপর আক্রমণ করা হয়। তিনজন দুর্বৃত্ত গুলি চালাতে থাকে। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বাবা সিদ্দিকের মৃত্যুর খবর পাওয়ার পর হাসপাতালে ছুটে গিয়েছিলেন সালমান খান। শোনা যায়, ওই সময় ভেঙ পড়েছিলেন বলি তারকা। তবে হুমকির শেষ নেই। এর আগে পাঁচ কোটি টাকার দাবি করা হয়েছিল। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে জামশেদপুরের এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া কিছুদিন আগে সালমান ও বাবা সিদ্দিকের ছেলেজিশান সিদ্দিককে হুমকি দেয়ার ঘটনায় নয়ডা থেকে ২০ বছরের এক যুবককেও আটক হরা হয়। গ্রেপ্তার চলমান থাকলেও হুমকি আসছেই। এ অবস্থায় প্রিয় তারকা সালমান খানকে নিয়ে উদ্বিগ্ন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status