ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা পেলেন ২৪৫ জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 October, 2024, 10:22 PM

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা পেলেন ২৪৫ জন

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা পেলেন ২৪৫ জন

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত ২৪৫ জন আহত যোদ্ধাকে দুই কোটি ৪১ লাখ টাকা দেওয়া হয়েছে ।

ছাত্র-জনতা অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম মঙ্গলবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।

তিনি লেখেন, সোমবার পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল, সিএমএইচ, বিএসএমএমইউ, নিটোর, চক্ষু ইন্সটিটিউট, ট্রমা সেন্টার, সিআরপি সাভারসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ২৪৫জন আহত যোদ্ধাকে ২কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে ৷

তিনি আরও লেখেন, এখন স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে আহত যোদ্ধাদের কাছে আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।

সারজিস আলম লিখেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিল, বিতর্কের মুখে ফেলেছিল, সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সঙ্গে হতে দিতে চাই না। তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি। পাশাপাশি আগামী ৪ দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহীদ পরিবারকে আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেব ইনশাআল্লাহ।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status