কাজিপুরে বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলার স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠন, মসজিদের ইমাম, শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্যব্যক্তিবর্গের সাথে বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ (অক্টোবর) সকালে দাতা সংস্থা USAID আর্থিক এর সহায়তায় ও WINROCK International এর কারিগরি সহযোগিতায় এবং গণ উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে ফাইট স্লাভেরি এন্ড ট্রাফিকিং ইন পারসন এ্যাকটিভিটি (FSTIP) প্রকল্পের অধীনে, কাজিপুর সদর ইউনিয়নের মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোতাহার হোসেন। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু। এসময় তারা, বাল্যবিয়ের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা, বাল্য বিয়ে প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা তৈরি ও বাল্যবিবাহ নিরোধে আইনের বাস্তবায়ন করনীয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়া বাল্যবিবাহের শিকার সারভাইভারদের কাউন্সিলিং সেবা, সেল্টার হোম সহায়তা সম্পর্কে আলোকপাত করেন। নারীর ক্ষমতায়নের পথে বাল্যবিয়ে একটি অন্যতম প্রধান বাধা, যা প্রতিরোধে আরো কার্যকরী সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করার লক্ষ্যে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, নিকাহ রেজিষ্টার (কাজী) ও যুব প্রতিনিধিদের নিয়ে কর্মকৌশল নির্ধারনের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোকপাত করেন। এছাড়াও সভায় বাল্য বিয়ে প্রতিরোধ হ্রাসকরণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা বি বি এন বহুমুখী উচ্চ বিদ্যালয়রের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, কাজিপুর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মোঃ আব্দুল গাফফার, মেঘাই বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা পারভীন, সাংবাদিক টি এম কামাল, শফিকুল ইসলাম মাস্টার প্রমুখ। সভাটি পরিচালনায় সহায়তা করেন FSTIP প্রকল্প গণ উন্নয়ন কেন্দ্র (GUK)এর প্রজেক্ট অফিসার মোঃ মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক মন্ডলী, সাংবাদিকবৃন্দ ,এনজিও প্রতিনিধি, নারী নেতৃত্ব প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সংশ্লিষ্ট ইউনিয়ন কাজী, মৌলভীদের এক অংশ। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |