পদ্মা ব্যাংকের ঋণ খেলাপি শফিকুল ইসলাম জুলহাস গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
|
পদ্মা ব্যাংকের বকশীগঞ্জ শাখার ঋণ খেলাপি ব্যবসায়ী এ,কে,এম শফিকুল ইসলাম জুলহাসকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলার সদর থানা পুলিশ। রোববার ২৭ অক্টোবর ব্যাংকের বকসীগঞ্জ শাখা এবং স্পেশাল ফোর্সের সহযোগিতায় সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় স্থানীয় পুলিশ। পদ্মা ব্যাংক পিএলসির করা মামলায় জামালপুরের যুগ্ম দায়রা জজ ও জজ অর্থঋণ আদালত ২০২৩ সালের ৮ অক্টোবর জুলহাসকে গ্রেপ্তারের আদেশ জারি করেন। দীর্ঘ একবছর পলাতক থাকার পর গ্রেপ্তার হলেন তিনি। স্কার্ফ এগ্রো প্রাইভেট লিমিটেড এর স্বত্বাধিকারী শফিকুল ইসলামের কাছে সুদে মূলে পদ্মা ব্যাংক পিএলসির পাওনা তেইশ কোটি তিরাশি লক্ষ টাকা।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |