ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
গোমস্তাপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ সম্মেলন
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
প্রকাশ: Wednesday, 23 October, 2024, 7:16 PM

গোমস্তাপুরে  জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ সম্মেলন

গোমস্তাপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বিরোধপুর্ন জমি নিয়ে সংবাদ সম্মেলন করেছে একপক্ষ। মঙ্গলবার বিকেলে গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব মোঃ ইনসান আলী মাস্টার। লিখিত বক্তব্যে তিনি জানান  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর  উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর মৌজায় তারা   মরহুম সেরাতুন বিবির ওয়ারিশ সুত্রে.৩৬ শতক জমি ভোগদখল করে আসছেন। কিন্তু রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার বীর মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম পুলিশের সহায়তায় ওই জমি দখল নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।ক্রয়সূত্রে মালিক খাদেমুল ইসলাম ওই জমির জাল দলিল তৈরি করে খাজনা খারিজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি জানতে পেরে  তার খারিজ বাতিলের জন্য  সহকারি কমিশনার (ভূমি) গোমস্তাপুরের কার্যালয়ে আবেদন করলে গত ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তার( খাদেমুলের) খারিজ বাতিলের রায় প্রদান করেন। পরে  খাদেমুল ওই রায়ের বিরুদ্ধে আপীল করলে অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) খাদেমুলের পক্ষে রায় দেন।পরে তিনি( ইনসান মাস্টার)  রাজশাহী বিভাগীয় কমিশনারের  নিকট আপিল করেন।যা বিচারাধীন রয়েছে।  এ বিষয়ে খাদেমুল  ইসলাম জানান, ক্রয়সূত্রে মালিকানা পেয়ে তিনি প্রায় ৪০ বছর যাবত ওই জমি ভোগদখল করে আসছেন। গত ১ অক্টোবর প্রতিপক্ষ তার জমি দখল করে স্থাপনা নির্মাণ করার চেষ্টা করে। পুলিশের সহায়তায় তিনি জমি দখলের চেষ্টা প্রতিহত করেন। এ বিষয়ে  তিনি গোমস্তাপুর উপজেলা নিবার্হী অফিসারের নিকট লিখিত  অভিযোগ করলে মঙ্গলবার উভয় পক্ষের শুনানিতে  ইউএনও তার কাগজপত্র পর্যালোচনা করে প্রতিপক্ষকে জমির দখল ছেড়ে দেয়ার নির্দেশ দেন। এদিকে, ইনসান আলী মাস্টার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আদালতে বিচারাধীন বিষয়ে ইউএনওর এক পাক্ষিক রায় সুবিচার প্রতিষ্ঠায় বাধা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা জানান, উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে এ সিদ্ধান্ত দেয়া হয়েছে।
 

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status