ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
কুড়িগ্রামের ২ টি কলেজের শতভাগ এইচএসসি পরীক্ষার্থী ফেল
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 16 October, 2024, 4:09 PM

কুড়িগ্রামের ২ টি কলেজের শতভাগ এইচএসসি পরীক্ষার্থী ফেল

কুড়িগ্রামের ২ টি কলেজের শতভাগ এইচএসসি পরীক্ষার্থী ফেল

গতকাল এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলের তথ্য অনুযায়ী কুড়িগ্রামের ২ টি কলেজের শতভাগ এইচএসসি পরীক্ষার্থী ফেল করেছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। দিনাজপুর বোর্ডে এবারে মোট ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছেন। এর মধ্যে শতভাগ ফেল করা কুড়িগ্রামের কলেজ দুটি হলো, রৌমারী উপজেলার শৈলমারী এম এল স্কুল এন্ড কলেজ এবং নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম আর হাই স্কুল এন্ড কলেজ।

জানা যায়, রৌমারী উপজেলার শৈলমারী এম আর স্কুল এন্ড কলেজে ১ জন ও নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম এল হাই স্কুল এন্ড কলেজে ৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই ফেল করে। পার্সেন্টেজ অনুযায়ী শতভাগ শিক্ষার্থীই ফেল করে।

এ ব্যপারে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম বলেন, শতভাগ ফেল করার বিষয়টি দুঃখজনক। এই শিক্ষাপ্রতিষ্ঠান গুলো শিক্ষার মান নষ্ট করছে। আমি চাই সরকার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করুক। এই ফলাফল দিনাজপুর শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে এখন মন্ত্রনালয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

উল্লেখ্য যে, এবার কুড়িগ্রাম জেলা থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৪ দশমিক ৬০ শতাংশ পাসের হার নিয়ে পাস করে ৮ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী। এর মধ্য জিপিএ ৫ পেয়েছেন ৯০৩ জন। পাসের হার বিবেচনায় দিনাজপুর বোর্ড গত বছরের থেকে এবছর এগিয়ে রয়েছে। ২০২৩ সালে এই বোর্ডের শিক্ষার্থীদের পাশের হার ছিলো ৭৪ দশমিক ৪৮ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৫৬ শতাংশে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status