স্বৈরশাসকদের জন্য দু:সংবাদ!
নতুন সময় প্রতিনিধি
|
কোন স্বৈরতান্ত্রিক সরকার ভবিষ্যতে নির্বাচন কমিশনকে যেন নিজের মত ব্যবহার করতে না পারে ওইভাবে সংস্কার করা হবে। স্থানীয়রাই সকল সমস্যা সমাধান করার চেষ্টা করুন, এখানে রাজনীতি ঢুকাবেননা। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই। সুশাসন থাকলে দেশ অবশ্যই এগিয়ে যাবে। গতকাল কুমিল্লার লাকসামে এক মত বিনিময় সভায় একথা বলেন অগ্রবর্তী সরকারের নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড.বদিউল আলম মজুমদার। সুজন, পিএফজি ও ইয়ুথ গ্ৰুপের সদস্যগণকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং তাদের আচার-আচরণে তারা জাতির সামনে মডেল হিসেবে উপস্থাপিত হওয়ার প্রত্যাশা করেন। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কেন্দ্রীয় সম্পাদক ও দি হাঙ্গার প্রজেক্ট এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার জন্মস্থান লাকসামে সফরে আসেন। কথাগুলো বলেন। লাকসাম গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে এক মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশের শুরুতে পিস ফ্যাসিলিটিটার গ্রুপ ও ইয়ুথ গ্রুপের পক্ষ থেকে ডক্টর বদিউল আলম মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷ পিএফজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় উক্ত মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশে আরো বক্তব্য রাখেন, পিএফজি লাকসাম ইউনিটের এম্বাসেডর এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, এম্বাসেডর মো: সিরাজুল হক, পিএফজি অ্যাম্বাসেডর লাকসাম উপজেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ নুরে আলম মানিক, নাজমুন নাহার নুপুর পিএফজি সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব আবুল হোসেন মিলন, ইসলামিক ফ্রন্ট কুমিল্লা জেলার সভাপতি মীর মোঃ আবু বকর সিদ্দিক, সাংবাদিক আরিফুর রহমান স্বপন, সাংবাদিক মাঃ কামাল উদ্দিন, সাংবাদিক সেলিম চৌধুরী হীরা প্রমুখ৷ আরো উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন, পিএফজি আঞ্চলিক সমন্বয়ক খোদেজা বেগম, পিএফজি এম্বাসেডর নিমাই চন্দ্র সাহা, গোপাল সাহা, পিএফজি সদস্য ও আল খিদমা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম হেলাল, মোঃ আহসান হাবিব, মোঃ খবির উদ্দিন কিরন, রতন লাল দাস, প্রবীর সাহা, আফরাতুল করিম রিমু, মোঃ মামুন হোসেন,শহিদুল ইসলাম, ইয়ুথ গ্রুপের কো-অর্ডিনেটর তাসলিমা আক্তার প্রমূখ।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |