ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
বাজাজ'র বিশ্বের প্রথম সিএনজি বাইক, দাম কত ও রেঞ্জ কত?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 October, 2024, 2:35 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 8 October, 2024, 2:44 PM

বাজাজ'র বিশ্বের প্রথম সিএনজি বাইক, দাম কত ও রেঞ্জ কত?

বাজাজ'র বিশ্বের প্রথম সিএনজি বাইক, দাম কত ও রেঞ্জ কত?

বিশ্বের প্রথম সিএনজি-চালিত মোটরসাইকেল আনল ভারতীয় বাইক নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ অটো। ফ্রিডম ১২৫ নামের এই বাইকটি সিএনজির পাশাপাশি পেট্রোলেও চালানো যাবে। 

১২৫ সিসির হাইব্রিড নতুন এই বাইকটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে—ড্রাম, ড্রাম এলইডি ও ডিস্ক এলইডি। বেসিক ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ভারতীয় মুদ্রায় ৯৫ হাজার টাকা এবং টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম ১ লাখ ১০ হাজার টাকা।

জানা গেছে, বাজারে ছাড়ার পর থেকেই ফ্রিডম ১২৫-এর বুকিং শুরু হয়েছে। প্রথমে গুজরাট ও মহারাষ্ট্রে বিক্রি হবে এই মোটরসাইকেল এবং পরে গোটা ভারতে বিক্রি করা হবে। মিশর, তানজানিয়া, পেরু, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের মতো অন্যান্য দেশেও রপ্তানি করা হবে এই সিএনজি চালিত বাইকটি।

বাইকের সিটের নিচে দুই কেজির একটি সিএনজি ট্যাঙ্ক রয়েছে। সামনে রাউন্ড হেডল্যাম্প, ব্লুটুথ, ডিজিটাল মিটার এবং রিভার্স এলইডি কনসোলের মতো অত্যাধুনিক ফিচারও রয়েছে এই বাইকে। বাজাজের এই সিএনজি বাইকটি সর্বোচ্চ ৯.৫ হর্সপাওয়ার এবং ৯.৭ এনএম টর্ক উৎপাদন করতে পারে। এক সুইচেই সিএনজি থেকে পেট্রোলে চালানো যায় এই বাইক।

ভারতের কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গডকরী বাজাজ অটোর এই নতুন বাইকের উদ্বোধন করেন। বাজাজের দাবি, ফ্রিডম ১২৫ একটি সিএনজিতে ২১৩ কিলোমিটার পর্যন্ত চলতে পারে, এবং পেট্রোল ট্যাঙ্কে ১১৭ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সম্মিলিতভাবে এই বাইকের রেঞ্জ ৩৩০ কিলোমিটার বলে দাবি করা হচ্ছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status