টাঙ্গাইলের বাসাইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
রোববার (৬ অক্টোবর) বিকােলে উপজেলা পরিষদ হল রুমে জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা ও রেলি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শাহরুখ খান।
এ সময় উপস্থিত ছিলেন,বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল,কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন,কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রমজান মিয়া,ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বিজু,কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গনি হাবিব সহ প্রমুখ।
এ সময় বক্তারা জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা এবং শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্ম নিবন্ধন নিশ্চিত করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।