বাগমারায় আ.লীগের ৯ নেতা গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের ৯ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ১ অক্টোবর রাতে থানা ও হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের বন ও ত্রাণ বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোনায়েম হোসেন, গোয়ালকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ সরদার, ভবানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি নাইমুর ইসলাম, তাহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আক্কাছ আলী, হামিরকুৎসা ইউনিয়নের ৮নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, নরদাশ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আব্দুল খালেক, একই ইউনিয়নের ১ নং আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম। আট জনকে মুনসুর রহমানের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই সাথে আলমগীর হোসেনের দায়েরকৃত অপর একটি মামলার এজাহার নামীয় আসামী উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বুধবার তাদের আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ। থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সকালে ছাত্র-জনতার ছাত্র আন্দোলনে রাজশাহী-৪, বাগমারা আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে আ.লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। হামলাকারীরা কয়েকজনকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করে। এছাড়া ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনায় বাগমারা থানায় ৬ মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালামসহ প্রায় দুই হাজার আ.লীগের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। এসব মামলায় এর আগে সাবেক ইঞ্জিনিয়ার এনামুল হক, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার, শ্রীপুর ইউপির চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা ও হামিকুৎসা ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |