ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
শেরপুরে ৪ ঘন্টায় ৫ জন গর্ভবতীর নরমাল ডেলিভারি রেকর্ড
মেহেদী হাসান শামীম,শেরপুর
প্রকাশ: Tuesday, 24 September, 2024, 6:12 PM

শেরপুরে ৪ ঘন্টায় ৫ জন গর্ভবতীর নরমাল ডেলিভারি রেকর্ড

শেরপুরে ৪ ঘন্টায় ৫ জন গর্ভবতীর নরমাল ডেলিভারি রেকর্ড

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ ঘন্টায় ৫ জন গর্ভবতী মহিলার নরমাল ডেলিভারি করে রেকর্ড করেছেন হাসপাতালের কর্মকর্তারা। রবিবারে সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত ৫ জন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি সফল ভাবে সম্পন্ন করা হয়। এতে সাধারণ মানুষের সুনামে ভূষিত হয়েছেন নকলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

জানা যায়, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়মিত গর্ভবতী মায়েদের অতি যত্ন সহকারে নরমাল ডেলিভারি করানো হয়। নরমাল ডেলিভারি সংখ্যা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন মাধ্যমে সচেতনতামূলক প্রচার প্রচারনাও করা হচ্ছে। এরই ফলশ্রুতিতে নকলা হাসপাতালে নরমাল ডেলিভারির সংখ্যা দিন দিন বেড়েই চলছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, গর্ভবতী রোগী যেন হাসপাতালে এসে আগে নরমাল ডেলিভারি করার চেষ্টা করেন। এরজন্য মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপিদের নির্দেশনা দিয়েছেন তিনি। স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপিরা প্রাথমিক ভাবে প্রতিটি সিসিতে গর্ভবতী মায়েদের চেকআপ করার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তী চেকআপ ও নরমাল ডেলিভারির জন্য প্রেরণ করেন। এতে ক্রমেই বাড়ছে নরমাল ডেলিভারির সংখ্যা।

তিনি আরও বলেন, নকলা হাসপাতালের ইতিহাসে এই প্রথম ৪ ঘন্টার মধ্যে ৫ জন গর্ভবতী মহিলার নরমাল ডেলিভারি সফল ভাবে সম্পন্ন হলো। এই সফলতার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল চিকিৎসক, মিডওয়াইভস, সিনিয়র স্টাফ নার্সসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status