১৬ বছর পর মায়ের পোশাকে মেয়ে
নতুন সময় প্রতিবেদক
|
শুটিংয়ের কারণে কিংবা আনন্দ ভ্রমণে প্রায়শয়ই শিল্পীদের দেশের বাইরে যেতে হয়। তবে সেক্ষেত্রে প্রথমবার দেশের বাইরে যাওয়া এবং নানামুখী অভিজ্ঞতার ঝুলি নিয়ে দেশে ফেরা যে কারও জন্যেই একটু অন্যরকম এবং আলাদা অনুভূতি বহন করে। তিনি আরও লিখেন, একদিন রবিনসন এ হবে হয়তো। সুতির দুটো টপ বহুবার নেড়েচেড়ে দেখে রেখে দেই। তখন মহা দাম আমার কাছে, একেকটা ৯৯৯ বাথ! ঐ টাকায় ১০-১৫ জনের জন্য গিফট আনতে পারি, এটাই চিন্তা আমার। বন্যা আপা কাছে গিয়ে বললেন, সবার জন্যই তো উপহার নিয়েছিস, এ দুটো নিজের জন্য নে, দাম নিয়ে ভাবিস না। নিজে এত কষ্ট করে কাজ করছিস, নিজের শখ মেটাবি না! আমি বললাম না গো, নিজের জন্য কিনলেও ১৯৯৮ বাথে ২টা না ২০টা জিনিস কিনবো! শুটিংএ কাজে লাগবে! কিনলাম আর মনে-মনে বন্যা আপারে বইক্কা কিছু রাখলাম না ! সেইসঙ্গে এও জানালেন, টপ দুটোর বয়স ১৬ বছর আর রাজেশ্বরীর বয়স ১৪ বছর। তার সবচেয়ে পছন্দের মধ্যে এই দুটো জামা। বললেন, প্রায় ২০ হাজার ৪০০ বাথ এর কেনাকাটা করেছিলাম। বন্যা মির্জাকে উদ্দেশ্য করে তিনি আরও লিখেন, তুমি ঠিক ছিলে, সাধ্যে থাকলে সস্তার চাইতে মান-শখ বেশী গুরুত্বপূর্ণ! তোমার কাছ থেকে আমি এটা শিখেছি। রাজেশ্বরীর ছবি আমি খুব কম পোস্ট করি। তোমাকে ঐ ট্রিপে কোন উপহার দেইনি। ১৬ বছর পর দিলাম। মেয়ের ছবি দুটো তোমার জন্য উপহার বন্যা আপা। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |