ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
শেরপুরের শ্রীবরদীতে মুজিব কর্নার ও কাজল গ্রন্থগারের উদ্বোধন
জোবায়ের সোহাগ, শ্রীবরদী
প্রকাশ: Saturday, 25 May, 2024, 1:51 AM

শেরপুরের শ্রীবরদীতে মুজিব কর্নার ও কাজল গ্রন্থগারের উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে মুজিব কর্নার ও কাজল গ্রন্থগারের উদ্বোধন

বঙ্গবন্ধুর আদর্শ ও সংগ্রামকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে শেরপুরের  সীমান্তবর্তী  শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা হালিমা আহসান টেকনিক্যাল ও জেনারেল কলেজে মুজিব কর্নার এবং কাজল গ্রন্থগারের শুভ উদ্বোধন করা হয়েছে।

২৪ মে শুক্রবার   অনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক পায়রা ও ফিতা কেটে হালিমা আহসান টেকনিক্যাল ও জেনারেল কলেজে মুজিব কর্নার এবং কাজল গ্রন্থগারের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল খায়রুম 
ও পুলিশ সুপার জনাব মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা। 

 হালিমা আহসান টেকনিক্যাল ও জেনারেল কলেজের  সভাপতি  শ্রীবরদী উপজেলার আলোকিত মানুষ 
রিয়ার অ্যাডমিরাল (অবঃ)  মোঃ খোরশেদ আলম (সচিব, মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়) এর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। 
এতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার  মোঃ আকরামুল হোসেন পিপিএম ও জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ রেজুয়ান।

এসময় সহকারী কমিশনার (ভূমি) রেজুয়ান ইফতেখার,   শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ জনাব কাইয়ুম খান সিদ্দিকী,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, অত্র কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ  বিথি আক্তার, রানীশিমুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হামিদ সাজ মাস্টার, শ্রীবরদী  প্রেস  ক্লাব সাধারণ সম্পাদক ও মাই টিভির শেরপুর জেলা প্রতিনিধি  তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী সহ অত্র কলেজের শিক্ষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হালিমা আহসান টেকনিক্যাল ও জেনারেল কলেজের উদ্যোগে অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ, তাঁদের নৈতিকতা ও মননশীলতার উন্নয়ন এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ ‘‘মুজিব কর্নার’’ উদ্বোধন করা হয়েছে। এখানে রয়েছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ, দর্শন  এবং মুক্তিযুদ্ধ বিষয়ক নানা গ্রন্থ। এছাড়াও রয়েছে ইতিহাসের স্বাক্ষ্য হিসেবে নানান দুর্লভ আলোকচিত্র।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status