অনলাইনে ড্রপবক্সে আমেরিকা ভিসা রিনিউ করবেন যেভাবে
নতুন সময় ডেস্ক
|
আমেরিকা ভিসা ইন্টারভিউ ভিত্তিক, কেবল সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই একজন ভিসা অফিসার সিদ্ধান্ত নেন আবেদনকারীকে ভিসা দেয়া হবে কি না। তবে নির্দিষ্ট কিছু ভিসা ক্যাটেগরিতে ভিসা রিনিউয়ালের ক্ষেত্রে ইন্টারভিউ ছাড়াও আমেরিকার ভিসা পাওয়া সম্ভব। স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট অনুযায়ী, যদি আবেদনকারীর ভিসা সম্প্রতি কিংবা গত ৪৮ মাসের মধ্যে মেয়াদ শেষ হয়ে থাকে, তাহলে কোন ধরণের ইন্টারভিউ ছাড়াই ড্রপবক্সের মাধ্যমে ভিসা রিনিউ করার এই সুবিধাটি পাওয়া যাবে। ড্রপবক্সের মাধ্যমে ভিসা রিনিউ করার জন্য ২১ দিনের মত সময় লাগতে পারে। তবে কারো অ্যাপ্লিকেশন জটিল হলে অতিরিক্ত সময়ের প্রয়োজন। অনেক আবেদনকারীর ক্ষেত্রে ভিসা আবেদন অ্যাপ্রুভ করার আগে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং কিংবা তথ্য বিশ্লেষণ করা হতে পারে। সেক্ষেত্রে ১৮০ দিন পর্যন্তও সময় লাগে। এটি সম্পূর্ন নির্ভর করে অ্যাম্বেসির ওপর। ঢাকায় আমেরিকা ভিসা নিয়ে কাজ করেন এমন একাধিক পেশাদার প্রতিষ্ঠান রয়েছে। গুলশানের ভিসা প্রসেসিং সেন্টার রয়েছে শীর্ষ অবস্থানে। প্রতিষ্ঠানটির ভিসা কনসালট্যান্ট জাহিদুল ইসলাম চৌধুরি জানান, আবেদনকারী নিজের ভিসা রিনিউ করার জন্য যেমন ড্রপবক্স সেবা ব্যবহার করতে পারেন, একইসঙ্গে যদি ১৪ বছরের কোন ছেলেমেয়ে থাকেন, তাঁরাও ড্রপবক্স সেবার মাধ্যমে একই ভিসার আবেদন করতে পারবেন। সেক্ষেত্রেও কোন ধরণের ইন্টারভিউয়ের প্রয়োজন হয় না। ড্রপবক্সের মাধ্যমে ভিসা রিনিউ করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন: ইন্টারভিউ ওয়েভার কনফার্মেশন লেটার, ভিসা ফরম কনফার্মেশন (ডিএস১৬০ কনফার্মেশন), ভিসা ফি পরিশোধের ব্যাংক রিসিপ্ট, আগের ইস্যুকৃত আমেরিকা ভিসা-র পাসপোর্ট, নতুন পাসপোর্ট যেটির মেয়াদ ৬ মাস কিংবা তার বেশি হতে হবে, ১ কপি ২×২ ছবি। ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে বাবা কিংবা মায়ের আমেরিকা ভিসা কপি এবং ভিসা রিনিউ করার জন্য পেশাদার এজেন্সি কিংবা তথ্য। আমেরিকা ভিসা নিজে নিজেই ভিসা ফরম পূরণ করে, ব্যাংকে ফি জমা দিয়ে রিনিউ করা যায়। তবে সময় কিংবা সংশ্লিষ্ঠ অভিজ্ঞতা না থাকলে ঢাকায় অনেক পেশাদার এজেন্সি রয়েছে। ভিসা প্রসেসিং সেন্টারের মাধ্যমে এ সংক্রান্ত সব সেবা পাওয়া যায়। প্রয়োজনীয় সব তথ্য রয়েছে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেই। ঢাকায় অ্যাম্বেসির ওয়েবসাইটেও এ সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |