পঞ্চগড়ের খয়খাট পাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী নিহত!
নতুন সময় প্রতিনিধি
|
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার খয়খাট পাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছে। নিহতরা হলেন। ইয়াসিন আলী (২৩) ও আব্দুল জলিল (২৪) । তারা দুজনেই পাথর শ্রমিক। মঙ্গলবার সকালে সীমান্ত নদী মহানন্দার তীরে তাদের মরদেহ দেখে পুলিশ ও বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। বিএসএফের গুলিতে পঞ্চগড় জেলায় এ নিয়ে গত ১৭ মাসে অন্তত: ১০ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বিএসএফের গুলিতে নিহত দুই যুবকের মৃত্যুতে পরিবার এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবার জানায় তিরনই হাট ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য আজহারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হাফিজউদ্দিন সহ চারজন সোমবার রাত ৭ টার দিকে ইয়াসিন আলী ও আব্দুল জলিলকে ডেকে নিয়ে যায়। ইয়াসিন আলী পরিবারের সদস্যদের সাথে এসময় রাতের খাবার খাচ্ছিল। ইয়াসিন আলীর সদ্য বিবাহিত স্ত্রী আফরোজা কলি জানায় ফেসবুকের মাধ্যমে তিন বছর প্রেম করার পর মাত্র এক মাস আগে তারা বিয়ে করে। গত ঈদের আগের দিন পরিবার কে না জানিয়ে বরগুণা থেকে কলি চলে আসে ইয়াসিনের বাড়ি। এখানে তাদের বিয়ে হয়। পরে সে পরিবারকে জানায়। আগামী ঈদুল আজহায় তার বাবা আসার কথা । আফরোজা কলি স্বামীকে হারিয়ে শোকে পাথর। তিনি বলেন আমার স্বামী অপরাধ করতেই পারে। তারা আইনের মাধ্যমে বিচার করতো। কিন্তু গুলি করে মারলো কেন ? আমি এর বিচার চাই। স্থানীয়রা বলছেন মঙ্গলবার সকালে রনচন্ডি এলাকার দরগাসিং সীমান্ত এলাকার মহানন্দা নদীতে হঠাৎ ওই যুবকদের মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়। জানাগেছে নিহত ওই দুই যুবক গরু চোরাকারবারীতে ভারির কাজ করতো। স্থানীয়দের অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিরাও চোরাকারবারিতে জড়িয়ে পড়েছেন। এদিকে নিহত আব্দুল জলিলকে বিয়ে দেয়ার জন্য আলাপ আলোচনা চলছিল বলে জানিয়েছে তাদের পরিবার। জানাগেছে বিএসএফের গুলিতে গত ২০২৩ এবং ২০২৪ সালের এ পর্যন্ত অন্তত: ১০ জন নিহত হয়েছে। বিএসএফের গুলিতে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে এসব নিহতরা হলেন তেঁতুলিয়ার দক্ষিণ কাসিমগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে আইনুল হক, খয়খাট পাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে আক্কাশ আলী,দেবনগর ডাঙ্গাপাড়া গ্রামের আনারুল হকের ছেলে সুজন আলী,ভজনপুর বগুলাহাগি এলাকার আব্দুর রহমানের ছেলে পলাশ হোসেন,বোদা উপজেলার সাকোয়া বকশীগঞ্জ এলাকার আব্দুর জব্বারের ছেলে নুর ইসলাম, আটোয়ারী উপজেলার ধামোর ভারিয়া পাড়া এলাকার কৃষক রবিউল ইসলাম,তেঁতুলিয়ার পাথর শ্রমিক ফরিদ,বোদা বড়শশী এলাকার হাবিবুর রহমান ছুটু। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |