ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ মে ২০২৪ ২১ বৈশাখ ১৪৩১
কেরানীগঞ্জের আলোচিত হত্যা মামলার প্রধান আসামি ঠান্ডু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 April, 2024, 12:12 AM

কেরানীগঞ্জের আলোচিত হত্যা মামলার প্রধান আসামি ঠান্ডু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড

কেরানীগঞ্জের আলোচিত হত্যা মামলার প্রধান আসামি ঠান্ডু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড

কেরানীগঞ্জের আলোচিত মুক্তিযোদ্ধা হত্যা মামলার প্রধান আসামি ঠান্ডু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত 

বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৪ টায় ঢাকার অষ্টম  অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক সৈয়দ মিনহাজুম মুনিরা এ আদেশ দেন।

আদেশে ৩০২ ধারায় যাবজ্জীবন সাজা ও ১০ হজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং ৩২৬ ধারায় আসামি ঠান্ডু মিয়াকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এল মাসের কারাদণ্ড প্রদান করে।

মামলার রায়ে খুশি সরকার পক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর গুলজার হোসেন বাচ্চু তবে বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান জসি রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন।

এসময় আদালতে আসামি ঠান্ডুসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। 

এর আগে ২০২১ সালের ১৫ জুলাই রাতে মডেল থানার পশ্চিম রোহিতপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে নিহতের আপন ভাতিজা মৃত আমিরুল ইসলামের ছেলে ঠান্ডু মিয়া তার চাচা এবং চাচাতো বোনকে চাকু দিয়ে পেটে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে চাচার মৃত্যু হয় এবং চাচাতো বোন জেলিনা আক্তার মৌ  আশংকাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়।  বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলীর পিতার নাম ডাক্তার আব্দুল আলী। তিনি রোহিতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক বার চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করায় বেশ পরিচিত মুখ ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status