ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ মে ২০২৪ ১৯ বৈশাখ ১৪৩১
বন্ধুমহল ঈদ আনন্দ নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আজিজ আহমেদ,নোয়াখালী
প্রকাশ: Friday, 19 April, 2024, 9:58 AM

বন্ধুমহল ঈদ আনন্দ নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বন্ধুমহল ঈদ আনন্দ নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নোয়াখালীতে বন্ধুমহল ঈদ আনন্দ নাইট ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান টিপু ফিতা কেটে উদ্বোধনী ও কুশল বিনিময়ের মাধ্যমে ফিলিস্তিন বনাম কুয়েত দলের খেলা শুরু হয়।

বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পন্ডিত বাজার সংলগ্ন বন্ধু মহলের আয়োজনে মো: শরীফ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও বিশিষ্ট সমাজসেবক ডাক্তার সালেহ আহম্মদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মীর হোসেন মিলন, মেহেদী হাসান সোহাগ, মোঃ হাসান, মোঃ মনির হোসেন, আজাদ হোসেন, মোহাম্মদ হোসেন, ডা. ফারুক হোসেন এবং মোঃ মিন্টু মিয়া  

এইসময় আগত অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে তাদেরকে বরন করা হয়। কুয়েত বনাম ফিলিস্তিনের মধ্যে খেলায় নির্ধারিত সময়ে গোল না হওয়ায় সবশেষে  উভয় দলের খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ফিলিস্তিন দল কুয়েত কে ১ গোলে পরাজিত করে। এরপর রানার্স আপ দল এবং বিজয়ী দলের সকল খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। 

প্রধান অতিথি বলেন, ফুটবল একটি জাতীয় খেলা। এই খেলা গ্রামের একটি ঐতিহ্য বহন করে। খেলাধুলা মন ও শরীর ভালো রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাছাড়া মাদক থেকে যুব সমাজকে দূরে রাখে। তাই খেলাধুলার কোন বিকল্প নেই। 

এই সময় আরো, উক্ত খেলায় আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মাদ সালা উদ্দিন, নিজাম উদ্দীন জুয়েল, মোহাম্মদ মিজান, মোহাম্মদ সুমন, মোহাম্মদ আনোয়ার, সমাজ সেবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য সহ আরো অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status