ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান পাল্টে দিয়েছেন এক স্বাস্থ্য কর্মকর্তা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 30 April, 2024, 3:54 PM

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান পাল্টে দিয়েছেন এক স্বাস্থ্য কর্মকর্তা

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান পাল্টে দিয়েছেন এক স্বাস্থ্য কর্মকর্তা

রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও স্বাস্থ্য সেবার মান পালটে দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন। নিজের উদ্দ্যোগে এই স্বাস্থ্য কমপ্লেক্স এ গত ২৪ এপ্রিল চালু হয়েছে প্রথম বারের মত অপারেশন থিয়েটার। 

গত সপ্তাহে মাঠ পর্যায়ে “ভায়া ক্যাম্প সম্পন্ন হয়। ডেঙ্গু মহামারীতেও ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগেীকেও চিকিৎিসা সেবা দেয়া হয় এই স্বাস্থ্য কমপ্লেক্সে। 

কালুখালী এই স্বাস্থ্য কমপ্লেক্সে এ বছরে সবচেয়ে বেশী রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়। রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুর হাকিমের সরাসরি নির্দেশনায়, ডাঃ ইসরাত জাহান উম্মন যোগদানের পরপরই তার অক্লান্ত কর্মপরিকল্পনায় সম্ভব হয়েছে বলে এলাকাবাসী জানান।

 তারা আরো বলেন, এই চিকিৎসক এই স্বাস্থ্য কমপ্লেক্স যোগদানের পরপরই প্যাথলজি বিভাগের পাশপাশি এক্সরে,ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ভায়া পরীক্ষা চালু হয়। এরআগে এই সেবা গুলো বন্ধ ছিলো। এ ছাড়া নরমাল ডেলিভারীর সংখ্যা ও বৃদ্ধি পায়। এখন আর জেলা শহর রাজবাড়িতে যেতে হয় না। সম্প্রতি দেশের কয়েকটি পত্রিকায় তাকে জড়িয়ে একটি স্বার্থন্যাশী মহল উঠে পরে লেগেছে। তার বিরুদ্ধে মিথ্যে বানোয়াট রিপোর্ট করিয়েছেন। যা চিকিৎসা সেবায় ব্যঘাত ঘটেছে।

এলাবাসীর দাবি, এই স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগীর সুচিকিৎসা হতো না। কোন কিছুর পরীক্ষা-নিরীক্ষাও করা যেতো না। বর্তমানে এই মহিলা ডাক্তার কারণে এলাকাবাসী সুচিকিৎসা পাচ্ছে। তার বিরুদ্ধে মিথ্যা বাননোয়াট তথ্য দিয়ে এলাকাবাসীর চিকিৎসা সেবা বঞ্চিত করার পয়াতারা করছে একটি মহল । এর তীব্র প্রতিবাদ জানান তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status