ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ১৬ বৈশাখ ১৪৩১
গাজীপুরে অটো রিক্সা চালককে পিটিয়ে হত্যার দুই আসামী গ্রেফতার
ফাহিম ফরহাদ,গাজীপুর
প্রকাশ: Monday, 15 April, 2024, 6:01 PM

গাজীপুরে অটো রিক্সা চালককে পিটিয়ে হত্যার দুই আসামী গ্রেফতার

গাজীপুরে অটো রিক্সা চালককে পিটিয়ে হত্যার দুই আসামী গ্রেফতার

গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় অটো রিক্সা চালককে পিটিয়ে হত্যার মূল আসামীসহ দু'জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রবিবার (১৪এপ্রিল) বিকালে কোনাবাড়ী থানার আমবাগ পশ্চিমপাড়া লালঘাট ব্রীজের পাশ হতে ও একই এলাকার পূর্বপাড়া সামসু মেম্বারের মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১৫এপ্রিল) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগ উত্তরের উপ-পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অপরাধ বিভাগ উত্তরের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো: শামছুর রহমান। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ পশ্চিমপাড়া এলাকা হতে আজাহার আলী ও জোৎসনা বেগম দম্পতির ছেলে মামলার মূল আসামী মো: আশিক বাবুকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে পুলিশকে আশিকের দেয়া তথ্যে অপর এক বাড়ী থেকে ঘটনায় সংশ্লীষ্ট একটি মটরসাইকেল জব্দ করে পুলিশ। পরবর্তীতে আশিকের দেয়া তথ্যে মামলার আরও এক আসামী  একই এলাকার পূর্বপাড়া সামসু মেম্বারের মোড় থেকে মো: মাসুদ রানা ও মোছা: মাহমুদা খানম দম্পতির ছেলে আরাফাত হোসেন রাহাত (১৬)কে গ্রেফতার করা হয়।

তিনি জানান এর আগে শনিবার (১৩এপ্রিল) বিকেলে আমবাগ এলাকার খোলাপাড়া নাছের মার্কেট সংলগ্ন মেসার্স আনিসা ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর অটো রিক্সা চালক মাসুদ রানা (৩৫) এর অটোরিক্সার সাথে আশিক বাবু (২৩) এর মোটরসাইকেলের ধাক্কা লাগে।

পরে উভয়ে বাকবিতণ্ডায় জরিয়ে পড়লে আশিকের সাথে যোগসাজশ করে অজ্ঞাত ৬/৭ জন অটো চালক মাসুদকে এলোপাথাড়ি মারপিট করে চলে যায়। খবর পেয়ে স্বজনরা মাসুদ রানাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। পরে মাসুদ রানার স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায় মামলার প্রেক্ষিতে দু'জনকে গ্রেফতার করা হয়েছে, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status