জামায়াত কোন নিবন্ধিত দল নয়- নির্বাচন কমিশন সুলতানা পারভীন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 31 March, 2024, 5:23 PM
আমরা জামায়াত-অজামায়াত কিছুই বুঝি না, আমরা বুঝি প্রার্থী প্রার্থীই, আমরা শুনেছি জামায়াত নির্বাচনে আসবে, তবে দলীয় ভাবে আসার সুযোগ নেই তাদের বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার সুলতানা পারভীন।
রোববার দুপুরে রংপুর ডিসির সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগের সকল ডিসি, এসপি, রিটার্নিং ও সহকারি কর্মকর্তা, ইউএনও এবং আইনশৃংখলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। ইসি সুলতানা বলেন, বাংলাদেশের নাগরিক হলেই বিধি অনুযায়ী যে কেউ নির্বাচনে অংশ নিতে পারেন। সেকারণে জামায়াত আসলে আসতে পারে। জামায়াতকে আলাদাভাবে কোন সুবিধা দেয়ার কোন সুযোগ নেই। জামায়াত কোন নিবন্ধিত দল নয়। তারা নিবন্ধিতভাবে আসতেও পারবেনা। নিবন্ধিত দলগুলো যেভাবে আমাদের কাছে মূল্যায়িত হবে। ঠিক সেভাবেও তারা মূল্যায়িত হতো কিন্তু তারা তো নিবন্ধিত দল নয়। আমরা জানি তাদের এভাবে আসার কোন সুযোগ নেই। সব প্রার্থী যেমন ওনারাও তেমন। আচরণবিধি মেনেই ওনাদের নির্বাচনে অংশ নিতে হবে।
এসময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন,মহানগর পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান,আট জেলার পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।