রাঙ্গাবালীতে ভুমি দস্যু সন্ত্রাসী হামলার অন্তঃসত্ত্বা সহ দুই নারী আহত
মোঃ ফিরোজ ফরাজী, রাঙাবালী
|
রাঙ্গাবালীতে গরীব পরিবারের সামান্য মাথা গোজার ঠাই এর দিকে নজর পড়েছে ভূমিদস্যু সস্ত্রাসীদের। এতে দখলে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় ৮মাসের অন্তঃসত্তা সহ দুই নারীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন গ্রামে বুধবার দুপুরে। গুরুতর আহত দুইজনকেই গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেনঃ চর বেষ্টিন গ্রামের শাহিন খানের স্ত্রী নাসরিন(২৫) এবং বশির চৌকিদারের স্ত্রী ও ৮মাসের অন্তঃসত্তা নাসিমা বেগম(৩০)।তাদের দুই জনের স্বামী ঢাকায় শ্রমিকের কাজ করে। জানা গেছে, চর বেষ্টিন গ্রামের বেরিবাধের উপর তারা বাস করে। পাশেই এক প্রভাষক ও সাংবাদিকের রেকর্ডীয় সম্পত্তি। তার জমির উপর দিয়ে বেড়ি বাধ নির্মিত হয়েছে। সে আমাদের বেড়িবাধ এর উপর থাকতে একটু জমি দেয়। চরবেষ্টিন মৌজার জেএল নং-১৫০, বিএস খতিয়ান- ১৬৩, দাগ নং- ১২ও ৪৫। আহত নাসরিন জানায়, অন্যায় ভাবে প্রভাষকের জমিসহ আমাদেরকে দেয়া সামান্য জমিটুকু দখলের জন্য সন্ত্রাসীরা বারবার চেষ্টা চালায়। কলেজ শিক্ষক এখানে না থাকার সুযোগে কয়েক দিন ধরে ভূমিদস্যু সিফাত হাওলাদার, মনির শরীফ , রাসেদ গাজী জমিতে মাছের ঘের করার উদ্দেশ্য ভেকু দিয়ে মাটি কাটতে শুরু করে। ভূমি দস্যুদের আমাদের অল্প জমিতে তোমরা কেন ভেকু দিয়ে মাটি কাট বলে জানতে চাই। জমি দখল করলে আমরা আশ্রয়হীন হয়ে পড়ব। এতে বাধা দিলে প্রথমে আমাকে এলোপাতারি লাথি ও পরে বড় বোন ৮মাসের অন্তঃসত্তা নাসিমার শরীরের বিভিন্ন স্থানে লাথি ও চুল টেনে মাটিতে ফেলে দেয়। এতে শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হয় এবং দুই জনই জ্ঞান হারিয়ে ফেলে । নাসরিন ও নাসিমার বাবা নাসির শরীফ এবং মা রিনা বেগম তাদেরকে উদ্ধার করে ট্রলার যোগে ৭ঘন্টা পর গলাচিপা হাসপাতালে বুধবার সন্ধ্যায় ভর্তি করে। বর্তমানে গলাচিপা হাসপাতালে নাসরিন বেগম অজোরে কাতারাচ্ছে। এ ব্যাপারে অভিযুক্ত সিফাত হাং এর ০১৭২১৫৮৩৭১১নম্বরে বার বার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেনি। এ ব্যাপারে রিনা বেগম প্রশাসনের প্রতি ন্যায় বিচারের জন্য সুদৃষ্টি কামনা করে বলেন, আমরা গরিব বিধায় ভূমিদস্যুরা এখান থেকে উৎখাত করতে চায়। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ নিশাত ফাতিহা সূচনা জানান, অন্তঃসত্তা নাসিমা হাসপাতালে ভর্তি আছে। বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলে রোগির শারীরিক অবস্থা জানা যাবে। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন জানান, বিষয়টি জেনে আহতদেরকে হাসাপাতালের ভর্তির জন্য বলে দিয়েছি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |