ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারের চির বিদায়
ইয়াছিন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: Saturday, 30 September, 2023, 5:23 PM
সর্বশেষ আপডেট: Saturday, 30 September, 2023, 5:26 PM

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারের চির বিদায়

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারের চির বিদায়

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইয়া  (৮৪) বছর বয়সে মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত -৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া মমতা ত্যাগ সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার  ছেলে মাঈনুল হাসান তুষার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।তিনি জানান, আমার পিতা সংসদ সদস্য সাত্তার ভূঁইয়া দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত  ছিলেন ।  গত এক সপ্তাহ যাবত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

শনিবার রাত-৩:২ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে-৬ বারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল সাত্তার ভূঁইয়া।  -১৯৩৯ সালের ১৬ জানুয়ারি জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিএনপির  চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ সরকারের সাবেক আইন,মৎস্য ও ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও ছিলেন। গত ২০২২ সালের-১১ ডিসেম্বর ওনি বিএনপির রাজনীতি থেকে পদত্যাগ করেন।

পদত্যাগের পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি শূন্য হওয়াই ওনি বিএনপির দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্ৰহণ করে ফের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।ব্রাহ্মণবাড়িয়া জেলা ঘোষণা হওয়ার আগে-১৯৭৯ সালে তৎকালীন কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন আব্দুস সাত্তার ভূঁইয়া । পরবর্তীতে-১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১-সালের নির্বাচনের পূর্বে তৎকালীন- ৪ দলীয় জোটকে আসনটি ছেড়ে দেন এবং সরকার তাকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে আইন, মৎস্য ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন। তবে, ২০০৮ সালের নির্বাচনের পর রাজনৈতিক কার্যক্রম থেকে তিনি একপ্রকার নিষ্ক্রিয় ছিলেন বলে জানায়।

সর্বশেষ-২০১৮ সালের -৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসেবে একই আসন থেকে জয়লাভ করেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status