সংবাদ সম্মেলনে স্ত্রীর কল, যা বললেন হাথুরু
নতুন সময় ডেস্ক
|
![]() সংবাদ সম্মেলনে স্ত্রীর কল, যা বললেন হাথুরু তবে ইংল্যান্ডকে টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে আছেন ক্রিকেটার, কোচিং স্টাফরা। ম্যাচের আগে মাত্র একদিন অনুশীলন করে মাঠে নেমে পড়ছে তামিম ইকবালের দল। হাথুরুর মতে, ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জিতেছে বাংলাদেশ। ওই অর্থে জয়ের ধারায় থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করছে তার দল। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে জয়ের মোমেন্টাম নিয়েই টি-২০ ফরম্যাটে তার দল সিরিজ জিতেছে বলেও মন্তব্য করেছেন। সংবাদ সম্মেলনে হাথুরু এমনই ফুরফুরে ছিলেন যে, স্ত্রীর কল করা নিয়েও রসিকতা করেছেন। সংবাদ সম্মেলনে কল আসতেই দুঃখিত বলে পকেট থেকে ফোন বের করেন টাইগার হেড কোচ। এরপর হাসতে হাসতে বলেন, বউ কল করেছে। আয়ারল্যান্ড সিরিজ নিয়ে সংবাদ সম্মেলনে নানান প্রশ্ন করতে থাকা সাংবাদিকদের একজন তখন বলে ওঠেন, ‘প্রথম প্রাধান্য।’ সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে যায়। তাতে যোগ দেন কোচ হাথুরুও। প্রথম প্রাধান্য হলেও হাথুরু সংবাদ সম্মেলনে স্ত্রীর কলে সাড়া দেননি।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |