ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
আইসিটি এমপ্লয়ি সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 January, 2023, 12:41 PM

আইসিটি এমপ্লয়ি সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইসিটি এমপ্লয়ি সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ক্ষেত্রের চাকরিজীবী ও পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লয়ি সোসাইটি অব বাংলাদেশের (আইসিটিইএসবি) ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়্যারম্যান ও বিরোধী-দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সাবেক ভাইস-প্রেসিডেন্ট (আইটি) বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুশতাক আহমদ রূমী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ড.মুন্সি শাহজাহান ও বাংলাদেশে আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি নাজনীন নাহার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন,আইসিটি সেক্টরে প্রফেশনালিজম ডেভেলমেন্ট করলে চাকরির পেছে ঘুরতে হবে না। ঘরে বসেই এখন সারা বিশ্বের কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। 

তিনি বলেন, কম্পিউটার ল্যাব নির্মাণ করা হয়েছে কিন্তু দক্ষ প্রশিক্ষক তৈরি করা হয়নি। সামনে আইসিটি সেক্টর ছাড়া অন্য কোনো সেক্টরই কাজে আসবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও হোস্টকোডিং করপোরেশনের সিইও ইঞ্জিনিয়ার এলাহান এবং সঞ্চালনায় ছিলেন আইসিটিইএসবির মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকি, ঢাকা জেলার সহ-সভাপতি মুহাম্মদ জাকারিয়া ভূঁইয়া প্রমুখ। 

অনুষ্ঠানে প্রায় ৫ লাখ টাকার সমমূল্যের মাইক্রোসফট অফিস ৩৬৫ বিজনেস প্রিমিয়াম সফটওয়্যার ৪০ জনের মধ্যে লটারির মাধ্যমে বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ২৫/১ পল্লবী, মিরপুর ১২, ঢাকা- ১২১৬
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: newsnotunsomoy@gmail.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status