ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কী দেখেন একজন মানুষ? গবেষণায় মিলল সেই উত্তর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 January, 2023, 6:40 PM
সর্বশেষ আপডেট: Sunday, 29 January, 2023, 12:28 PM

মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কী দেখেন একজন মানুষ? গবেষণায় মিলল সেই উত্তর

মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কী দেখেন একজন মানুষ? গবেষণায় মিলল সেই উত্তর

জীবনের দুটো সবচেয়ে সত্যি হল জন্ম এবং মৃত্যু! কিন্তু মৃত্যুকে ঘিরে বহু রহস্য! মৃত্যু ঠিক কেমন? মৃত্যুর পরের জীবন কেমন? মৃত্যুর পর আদৌ কি কোনও অস্তিত্ব আছে? এই সব প্রশ্নের উত্তর আছে, কিন্তু নিশ্চিত কোনও উত্তর নেই! সব উত্তরই ধোঁয়াশায় ভরা! কিন্তু মৃত্যুর ঠিক আগের সময়টা কেমন? সেই সময় কী দেখে একজন মানুষ? সম্প্রতিতম গবেষণায় সেই উত্তরই দিল একদল চিকিৎসক

মৃত্যুর ঠিক আগে একজন মানুষ ঠিক কী দেখেন? ব্রিটিশ কলম্বিয়ার এক দল চিকিৎসক এই বিষষয়টি নিয়ে দীর্ঘ গবেষণা চালিয়েছেন! অবশেষে উত্তর আসে! চিকিৎসকদের দাবি, গবেষণায় দেখা গিয়েছে, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে একজন ব্যক্তির মস্তিষ্কে অতীতের সব স্মৃতি ছবির মতো ফিরে আসে।

ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালে এক রোগীর চিকিৎসা চলাকালীন এই ব্যাপারে নিশ্চিত হন গবেষকরা। ওই রোগী মৃগী আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি নামে এক যন্ত্র ব্যবহার করা হয়েছিল। মস্তিষ্ক থেকে উৎপন্ন তড়িৎ সঙ্কেত ধরা পড়ে এই যন্ত্রে। কিন্তু ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি চলাকালীন আচমকাই ওই রোগী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। আর তার ফলেই মৃত্যুর সময় মস্তিষ্কে ঘটে চলা ঘটনাপ্রবাহ ধরা পড়ে যায় ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি যন্ত্রে।

চিকিৎসকরা জানাচ্ছেন, এই সময়ে ধরা পড়া তরঙ্গ সঙ্কেত স্মৃতিচারণা করার সময়ে উপন্ন হওয়া তরঙ্গ সঙ্কেতের মতো।

মস্তিষ্কের শেষ কাজটি হল মৃত্যুর মুহূর্তে জীবনের সব সুন্দর স্মৃতিগুলিকে এক লহমায় ফিরিয়ে দেওয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ২৫/১ পল্লবী, মিরপুর ১২, ঢাকা- ১২১৬
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: newsnotunsomoy@gmail.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status