লাকসামের মানিক নিউইয়র্ক বাফেলোতে 'ব্লিজার্ড হিরো'
নতুন সময় প্রতিবেদক
|
![]() লাকসামের মানিক নিউইয়র্ক বাফেলোতে 'ব্লিজার্ড হিরো' উল্লেখ্য, তাজুল ইসলাম মানিক লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের সালেপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। প্রকাশ, বাফেলো সিটিতে গত ডিসেম্বরের শেষ সপ্তাহে ভয়াবহ তুষারঝড়ে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন একদল বাংলাদেশী। তাদের মধ্য থেকে মোঃ তাজুল ইসলাম মানিককে 'ব্লিজার্ড হিরো' হিসেবে 'দ্য গভর্নর অফ পাবলিক সার্ভিস' সম্মাননা দেওয়া হয়। তুষারঝড়ে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় বাফেলো সিটিতে বাংলাদেশি মালিকাধীন লাভবার্ডস রেস্টুরেন্টকে। প্রতিষ্ঠান পক্ষে সম্মাননা গ্রহণ করেন স্বত্বাধিকারী মোহাম্মদ আলম। উল্লেখ্য, গত ডিসেম্বরে বাফেলোতে তুষারঝড়ে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়। উদ্ভূত পরিস্থিতিতে নিউইয়র্ক রাজ্য সরকার জরুরি অবস্থা জারি করেছিল। 'ব্লিজার্ড হিরো ' সম্মাননাপ্রাপ্ত লাকসামের মোহাম্মদ তাজুল ইসলাম মানিক চার বছর আগে আমেরিকা যান। তিনি সেখানকার একজন সফল ব্যবসায়ী ও লাভবার্ডস রেস্টুরেন্টের পরিচালক। এছাড়া, তিনি লাকসাম দৌলতগঞ্জ বাজারের আলহাজ্ব চান মিয়া টাওয়ারস্থ চয়েজ পয়েন্টের স্বত্বাধিকারী।। মানিকের 'ব্লিজার্ড হিরো' সম্মাননা পাওয়ায় দেশ -বিদেশের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ তাকে অভিনন্দন জানান। পুরস্কার লাভ করায় ভবিষ্যতেও জীবনের ঝুঁকি নিয়ে মানবিক কাজ অব্যাহত রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |