ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
সেই জাহাঙ্গীরকে ক্ষমা করে চিঠিতে যা লিখল আ.লীগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 January, 2023, 11:58 AM

সেই জাহাঙ্গীরকে ক্ষমা করে চিঠিতে যা লিখল আ.লীগ

সেই জাহাঙ্গীরকে ক্ষমা করে চিঠিতে যা লিখল আ.লীগ

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমা করেছে তার দল ৷

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক  চিঠি দিয়ে বিষয়টি জাহাঙ্গীর আলমকে জানানো হয়েছে৷

আওয়ামী লীগের কেন্দ্র থেকে গত ১ জানুয়ারি লেখা এ চিঠি শনিবার (২১ জানুয়ারি) গণমাধ্যমের কাছে আসে ৷

ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে জাহাঙ্গীর আলমকে ক্ষমা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে।  

চিঠিতে লেখা হয়েছে, ‘জনাব, শুভেচ্ছা গ্রহণ করবেন।
আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র
পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার / অব্যাহতি প্রদান করা হয়। ’

এরপর লেখা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে আনিত সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ স্বীকার করে আপনি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোন কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেছেন। ’

‘এমতাবস্থায়, গত ১৭ ডিসেম্বর গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭ (২) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সাধারণ ক্ষমা প্রার্থনা করে আপনার প্রেরিত লিখিত আবেদন পর্যালোচনা এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো। ’

২০২১ সালে বঙ্গবন্ধু ও স্থানীয় কয়েকজন নেতাকে নিয়ে দেওয়া জাহাঙ্গীর আলমের আপত্তিকর বক্তব্যের ভিডিও ভাইরাল হয়। সে বছরে ১৯ নভেম্বর আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তাকে দল থেকে বহিষ্কার করা হয় ৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ২৫/১ পল্লবী, মিরপুর ১২, ঢাকা- ১২১৬
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: newsnotunsomoy@gmail.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status